Advertisement
০৬ নভেম্বর ২০২৪

কোস্তা বনাম কন্তে ঝামেলা মেটাতে আসরে ক্লাব মালিক

দিয়েগো কোস্তা বনাম আন্তোনিও কন্তে নাটকে নতুন মোড়। শনিবার লেস্টারের বিরুদ্ধে দল থেকে বাদ পড়ার পরে এ বার একা একাই ট্রেনিং করতে দেখা গেল দিয়েগো কোস্তাকে। এ দিন চেলসির ট্রেনিং গ্রাউন্ড কবহ্যামে এক কোণে একা একা ট্রেন করেন ক্লাবের সর্বোচ্চ গোলদাতা।

চেলসির নির্বাসিত স্ট্রাইকার কোস্তা।

চেলসির নির্বাসিত স্ট্রাইকার কোস্তা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৭ ০৩:৩১
Share: Save:

দিয়েগো কোস্তা বনাম আন্তোনিও কন্তে নাটকে নতুন মোড়।

শনিবার লেস্টারের বিরুদ্ধে দল থেকে বাদ পড়ার পরে এ বার একা একাই ট্রেনিং করতে দেখা গেল দিয়েগো কোস্তাকে।

এ দিন চেলসির ট্রেনিং গ্রাউন্ড কবহ্যামে এক কোণে একা একা ট্রেন করেন ক্লাবের সর্বোচ্চ গোলদাতা। ছবিতে ধরা পড়ে, কোস্তার সঙ্গে একজন ট্রেনার রয়েছেন। হাসিমুখে থাকলেও চেলসির নির্বাসিত স্ট্রাইকারকে দেখে অনেকেরই মনে হচ্ছে যে, কোচের সঙ্গে ঝামেলা এখনও মেটেনি।

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে বসে থাকলেও গত কয়েক দিনে কোচ বনাম স্ট্রাইকারের ঘরোয়া যুদ্ধে শিরোনামে চেলসি। ঘটনার সূত্রপাত কোস্তার পিঠের ব্যথা থেকে। লেস্টার ম্যাচের তিন দিন আগে স্প্যানিশ স্ট্রাইকার চেলসি কোচ কন্তে-কে জানান যে, তিনি পিঠে ব্যথা অনুভব করছেন। কিন্তু চেলসির ফিটনেস ট্রেনাররা তাঁর কথা মানতে চাননি। কন্তে শেষমেশ ফিটনেস কোচেদের পাশে দাঁড়ান। ট্রেনিং গ্রাউন্ডে কোস্তার সঙ্গে ঝামেলায় জড়ান। যার পর লেস্টার ম্যাচেও তাঁকে রাখেননি ইতালীয় কোচ।

কাকতালীয় ভাবে এই ঝামেলার কিছু দিন আগেই চিনের এক ক্লাব থেকে বড় অঙ্কের প্রস্তাব পান কোস্তা। ব্রিটিশ প্রচারমাধ্যমের জল্পনা, ইচ্ছে করেই চোটের বাহানা দেখিয়ে চেলসি ছাড়তে চাইছেন কোস্তা। কন্তে নাকি আবার চিৎকার করে তাঁর তারকা স্ট্রাইকারকে বলেন, ‘‘তুমি চিন যেতে চাও। চলে যাও।’’

কোস্তা ছাড়াই অবশ্য লেস্টারকে ৩-০ হারায় চেলসি। ম্যাচ শেষের পর সাংবাদিক সম্মেলনে কোস্তা-প্রসঙ্গে কন্তে বলেন, ‘‘পিঠের ব্যথার জন্যই ও খেলতে পারছে না।’’ কোস্তাকে একহাত নিয়ে যদিও আবার যোগ করেন, ‘‘চিনের কোনও ক্লাবে খেলার থেকে চেলসির মতো বড় ক্লাবে খেলা অনেক বেশি গর্বের। ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বের সেরা লিগের অন্যতম। সেখানে খেলার সুযোগ পেলে কেরিয়ার সার্থক।’’

কন্তে বনাম কোস্তা ঝামেলা যাতে চেলসির লিগ জয়ের রাস্তায় বাধা না হয়, সেই কারণে ঝামেলা মেটাতে আসরে নেমে পড়েছেন ক্লাব মালিক রোমান আব্রামোভিচ। যিনি নাকি ক্লাবের কোচ ও সর্বোচ্চ গোলদাতাকে বলে দিয়েছেন, ঝামেলা মিটিয়ে আগামী ম্যাচগুলোয় মন দিতে। মঙ্গলবার ট্রেনিং গ্রাউন্ডে কোস্তার সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলবেন কন্তে। তার পর সিদ্ধান্ত নেবেন আগামী রবিবার হাল সিটি ম্যাচে তাঁকে দলে রাখবেন কি না।

কোস্তার এজেন্ট জোর্জ মেন্ডেস চিনের সেই ক্লাবের সঙ্গে প্রাথমিক কথাবার্তা বললেও শোনা যাচ্ছে, চেলসি মালিক বলে দিয়েছেন কোস্তাকে অনুমতি দেওয়া হবে না জানুয়ারিতে ক্লাব ছাড়ার। যদিও চেলসি জুড়ে আশঙ্কা, ছ’মাস পরে দলবদলের বাজারে হয়তো আর ক্লাবে রাখা যাবে না কোস্তাকে। তাই এখন থেকেই তাঁর পরিবর্তের খোঁজে নেমে পড়েছে চেলসি। তালিকায় রয়েছেন আলভারো মোরাতা এবং টমাস মুলার।

অন্য বিষয়গুলি:

Diego Costa Chelsea Antonio Conte
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE