Advertisement
০২ নভেম্বর ২০২৪

বিতর্ক সরিয়ে ফের দৌড়ে পিঙ্কি

ট্র্যাকে ফিরছেন পিঙ্কি প্রামাণিক। আজ, বৃহস্পতিবার থেকে কলকাতার সাই কমপ্লেক্স মাঠে শুরু হচ্ছে ৬৬ তম রাজ্য অ্যাথলেটিক্স। পুরুষ না নারী, সেই বিতর্ককে পিছনে ফেলে এই প্রতিযোগিতাতেই ১০০, ২০০ এবং ৪০০ মিটার রিলে দৌড়ে রেলের হয়ে ঝাঁপাতে দেখা যাবে ‘সোনার মেয়েকে’।

পুরনো এই ছবি আবার ফিরতে চলেছে। —ফাইল চিত্র

পুরনো এই ছবি আবার ফিরতে চলেছে। —ফাইল চিত্র

প্রশান্ত পাল
বাঘমুণ্ডি শেষ আপডেট: ০৯ জুন ২০১৬ ০১:১৯
Share: Save:

ট্র্যাকে ফিরছেন পিঙ্কি প্রামাণিক।

আজ, বৃহস্পতিবার থেকে কলকাতার সাই কমপ্লেক্স মাঠে শুরু হচ্ছে ৬৬ তম রাজ্য অ্যাথলেটিক্স। পুরুষ না নারী, সেই বিতর্ককে পিছনে ফেলে এই প্রতিযোগিতাতেই ১০০, ২০০ এবং ৪০০ মিটার রিলে দৌড়ে রেলের হয়ে ঝাঁপাতে দেখা যাবে ‘সোনার মেয়েকে’।

২০০৬ সালে দোহা এশিয়াডে ৪০০ মিটার রিলেতে দেশকে সোনা এনে দিয়েছিলেন পুরুলিয়ার বাঘমুণ্ডির তিলকডি গ্রামের পিঙ্কি প্রামাণিক। শুধু দোহা নয়, কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছেন এই অ্যাথলিট। ঝুলিতে রাজ্য ও আন্তর্জাতিক স্তরের একাধিক পদকও রয়েছে। ২০১২ সালে এই অ্যাথলিট পুরুষ না নারী, সে প্রশ্নে বিতর্কে জড়িয়ে যান। তরজা গড়ায় আদালত পর্যন্ত। পরিবারের বরাবরের দাবি ছিল, তাঁকে ফাঁসানো হয়েছে।

ঘরের মেয়ে সে সব বিতর্ক পিছনে ফেলে ফের মাঠে ফিরছে দেখে শুধু বাবা-মা নন খুশি তিলকডিও। একেবারে ঝাড়খণ্ড লাগোয়া গ্রাম এই তিলকাডি। পিঙ্কির সাফল্যে যেমন গর্বে বুক ভরেছিল এই গ্রামের, তেমনই বিতর্কের সময়েও আগাগোড়া ঘরের মেয়ের পাশেই ছিলেন। তিলকডি লাগোয়া সারিডি গ্রামের বীরসিংহ মাহাতোর সে সময় প্রতিক্রিয়া ছিল, ‘‘আমি তো পিঙ্কিকে মেয়ে বলেই জানতাম।’’ পুরুলিয়ার প্রাক্তন সাংসদ তথা পিঙ্কির স্কুলের শিক্ষক সেই বীরসিংহবাবু বুধবার বললেন, ‘‘ওর উপর দিয়ে এত দিন যে ভাবে ঝড় বয়ে গেল তাতে ও আরও তেতে থাকবে! আমার বিশ্বাস ও কিছু করে দেখাবেই।’’

গ্রামের বাড়িতে বসে বাবা দুর্গাচরণ প্রামাণিক জানালেন, কিছু দিন আগে পিঙ্কি মাঠে ফিরেছে। দিল্লিতে অলিম্পিকের ট্রায়ালেও গিয়েছিল। দুর্গাচরণবাবুর কথায়, ‘‘এক সেকেন্ডের জন্য সফল হতে পারেনি।.তখনই রাজ্য অ্যাথলেটিক্সে নামবে বলেছিল।’’ মা পুস্পদেবী এখন পিঙ্কির কাছেই রয়েছেন, তা জানিয়ে দুর্গাচরণবাবু যোগ করেন, ‘‘ও তো সঙ্গে আমাকেও যেতে বলছিল। কিন্তু চাষের সময় বলে যেতে পারলাম না।’’

জানা গেল, গ্রামে অ্যাথলেটিক্স অ্যাকাডেমি গড়ার কাজ শুরু করেছেন পিঙ্কি। স্থানীয় বাসিন্দা নারায়ণবাবুর কথায়, ‘‘জমি সমতল করা হয়ে গিয়েছে। এ বার ও এলেই বাকি কাজের কথা বলব।’’ পিঙ্কির ট্রাকে নামার খবরে খুশির হাওয়া হেমন্ত বসু ক্লাবেও। এটি পিঙ্কির গ্রামের ক্লাব। এখানকার কর্মকর্তা হেমাকান্ত কুইরী সোনার মেয়েকে শুভেচ্ছা জানিয়েছেন। ‘পিঙ্কিদি’ ভাল কিছু করে দেখাবে বলে আশাবাদী গ্রামের পিন্টু প্রামাণিক, নারায়ণ কুইরী, গৃহবধূ সোমা চট্টোপাধ্যায়রা। সকলেই একসুর, ‘‘ও কিছুতেই পালিয়ে যাওয়ার বান্দা নয়।’’ পুরুলিয়ার প্রাক্তন অ্যাথলিট গৌতম চট্টোপাধ্যায় পিঙ্কির ফেরাকে কাম-ব্যাক হিসেবে দেখতে চান। তাঁর কথায়, ‘‘এত বিতর্কের পরেও ওর ফিরে আসাটা কেন কাম-ব্যাক হবে না? অসম্ভব স্পিরিট ছাড়া কেউ এটা পারে নাকি!’’

অন্য বিষয়গুলি:

sports run
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE