Comparison between Gavaskar, Dravid, Sachin and Kohli in test in foreign soil dgtl
গাওস্কর-সচিন-রাহুল-বিরাট, বিদেশে টেস্টে কার কী রেকর্ড
চার জনেই দেশের অন্যতম সেরা। ভারতীয় ক্রিকেট এঁদের ছাড়া ভাবাই যায় না। প্রথম তিন নক্ষত্র ক্রিকেট থেকে অবসর নিলেও তাঁদের ধ্বজা উড়িয়ে চলেছেন চতুর্থ জন। কিন্তু সুনীল গাওস্কর, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর বা বিরাট কোহালিদের টেস্টে রেকর্ড ঠিক কেমন? বিশেষ করে বিদেশের মাটিতে। দেখে নেওয়া যাক কী বলছে পরিসংখ্যান।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৮ ১০:৫৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৯
চার জনেই দেশের অন্যতম সেরা। ভারতীয় ক্রিকেট এঁদের ছাড়া ভাবাই যায় না। প্রথম তিন নক্ষত্র ক্রিকেট থেকে অবসর নিলেও তাঁদের ধ্বজা উড়িয়ে চলেছেন চতুর্থ জন। কিন্তু সুনীল গাওস্কর, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর বা বিরাট কোহালিদের টেস্টে রেকর্ড ঠিক কেমন? বিশেষ করে বিদেশের মাটিতে। দেখে নেওয়া যাক কী বলছে পরিসংখ্যান।
০২০৯
সুনীল গাওস্কর: ১২৫ ম্যাচে মোট ইনিংস ২১৪। রান করেছেন ১০১২২। সর্বোচ্চ ২৩৬ অপরাজিত। গড় ৫১.১২। সেঞ্চুরি ৩৪। বিদেশে টেস্ট ম্যাচ ৬০টি। ইনিংস ১০৬। মোট রান করেছেন ৫০৫৫। সর্বোচ্চ ২২১। গড় ৫২.১১। সেঞ্চুরি ১৮টি।
০৩০৯
সুনীল গাওস্কর: বিদেশের মাঠে চতুর্থ ইনিংসেও গাওস্করের রেকর্ড দারুণ। ম্যাচ ২০টি। ইনিংস ১৯। রান করেছেন ১০১১। সর্বোচ্চ ২২১। চারটি সেঞ্চুরি-সহ গড় ৭২.২১।
০৪০৯
সচিন তেন্ডুলকর: ২০০ ম্যাচে ইনিংস ৩২৯টি। রান করেছেন ১৫৯২১। সর্বোচ্চ অপরাজিত ২৪৮। গড় ৫৩.৭৮। সেঞ্চুরি ৫১। বিদেশে টেস্ট ম্যাচ ১০৬টি। ইনিংস ১৭৬। মোট রান করেছেন ৮৭০৫। সর্বোচ্চ অপরাজিত ২৪৮। গড় ৫৪.৭৪। সেঞ্চুরি ২৯। ৫০ থেকে ১০০ কনভার্শন রেট ৪২.৮৬ শতাংশ।
০৫০৯
সচিন তেন্ডুলকর: এ বার বিদেশের মাঠে চতুর্থ ইনিংসে সচিনের রেকর্ড দেখে নেওয়া যাক। ৪০টি ম্যাচ মোট ইনিংস ৩১টি। রান করেছেন ৭২৩। সর্বোচ্চ ১১৯ অপরাজিত। গড় ২৮.৯২। সেঞ্চুরি করেছেন মাত্র একটি।
০৬০৯
রাহুল দ্রাবিড়: দ্য ওয়াল ১৬৪টি ম্যাচ খেলেছেন। ২৮৬ ইনিংসে মোট রান ১৩২৮৮। সর্বোচ্চ ২৭০। গড় ৫২.৩১। সেঞ্চুরি করেছেন ৩৬টি। বিদেশে ম্যাচ খেলেছেন ৯৪টি। সেখানে ১৬৬ ইনিংসে ৭৬৯০ রান করেছেন। সর্বোচ্চ ২৭০, গড় ৫৩.০৩। সেঞ্চুরি করেছেন ২১টি। ৫০ থেকে ১০০ কনভার্শন রেট ৪০ শতাংশের কম।
০৭০৯
রাহুল দ্রাবিড়: বিদেশের মাঠে চতুর্থ ইনিংসে দ্রাবিড়ের রেকর্ড বেশ ভাল। ৩৬ ম্যাচে মোট ইনিংস ৩৩। রান ১০১০। সর্বোচ্চ অপরাজিত অপরাজিত ১০৩। গড় ৪৫.৯০, সেঞ্চুরি ১টি।
০৮০৯
বিরাট কোহালি: বর্তমান ভারতীয় অধিনায়ক ম্যাচ ৬৯ ম্যাচে ১১৮ ইনিংসে ব্যাট করেছেন। রান ৫৯৯৪। সর্বোচ্চ ২৪৩। গড় ৫৪.৪৯। সেঞ্চুরি ২৩টি। পাশাপাশি, বিদেশে ৩৭ ম্যাচে ইনিংস ৬৬টি। রান করেছেন ৩০৭৩। সর্বোচ্চ ২০০ রান। গড় ৪৮.০১। সেঞ্চুরির সংখ্যা ১৩টি। ৫০ থেকে ১০০ কনভার্শন রেট ৫৬.১০ শতাংশ।
০৯০৯
বিরাট কোহালি: বিদেশের মাঠে চতুর্থ ইনিংসে এখনও পর্যন্ত কোহালি-চমক তেমন নেই। ১৩ ম্যাচে ইনিংস ১২টি। রান করেছেন ৫৫০। সর্বোচ্চ ১৪১, গড় ৫০.০০, সেঞ্চুরি ২টি।