—ফাইল চিত্র।
ঘরের মাঠ জওহরলাল নেহরু স্টেডিয়ামে এফসি পুণে সিটি-কে ১-০ হারিয়ে আইএসএল-এ লিগ টেবলের শীর্ষে উঠে এল চেন্নাইয়িন এফসি।
পুণের দলটির বিরুদ্ধে এ দিন প্রথমার্ধ গোলশূন্য থাকলেও, দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিলেন জেজে লালপেখলুয়া-রা। কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় গোল হয়নি চেন্নাইয়িন-এর।
ম্যাচের একদম অন্তিম লগ্নে বাধ্য হয়ে তাই চেন্নাইয়িন কোচ মাঠে নামিয়েছিলেন রাফায়েল অগাস্তো-কে। রাফায়েল নামতেই আক্রমণে ঝাঁজ বাড়ে চেন্নাইয়ের দলটি। ৮৩ মিনিটে রাফায়েল-এর বাড়ানো বল ধরেই পুণের রক্ষণকে কাটিয়ে গোল করে দলকে জেতান গ্রেগরি নেলসন।
এ দিন জয়ের ফলে ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে আইএসএল-এর শীর্ষে রইল চেন্নাইয়িন। অন্য দিকে হারের ফলে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রয়ে গেল পুণের দলটি।
রবিবার দিল্লি ডায়নামোস-এর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে বেঙ্গালুরু এফসি। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। জিতলে চেন্নাইয়িন এফসি-কে দু’নম্বরে ঠেলে দিয়ে ফের এক নম্বরে উঠে আসবে সুনীল ছেত্রীদের দল। রবিবার-ই আইএসএল-এর অন্য ম্যাচে মুম্বই সিটি এফসি ঘরের মাঠে খেলবে কেরল ব্লাস্টার্স-এর বিরুদ্ধে। কেরলকে হারাতে পারলেই ফের শেষ চারে ঢুকে পড়বে মুম্বইয়ের দলটি।
ন’ম্যাচে ১৪ পয়েন্টে লিগ তালিকার পঞ্চম স্থানে রয়েছে মুম্বই। একই সংখ্যক ম্যাচ খেলে ১১ পয়েন্টে সপ্তম স্থানে রয়েছে কেরল। তাদের পারফরম্যান্স প্রথম দিকে খারাপ থাকায় প্রাক্তন কোচ ডেভিড জেমসকে ফের দায়িত্ব দিয়েছেন কেরল ব্লাস্টার্স কর্তারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy