গাড়ির জগতে বর্তমানে নতুন আগ্রহের বিষয় চালকহীন গাড়ি। পশ্চিমী দুনিয়ায় এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে এই ধরনের গাড়ি। তবে ভারতে এই বিষয় নিয়ে উত্তেজনা এখনও বেশি চোখে পড়েনি। তবে শুক্রবার ‘মাস্টার ব্লাস্টার’ সচিন তেন্ডুলকর এমনই এক ভিডিও পোস্ট করলেন তাঁর স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টে।
তাঁর পোস্ট করা ভিডিয়োটিতে দেখা যাচ্ছে ‘ক্রিকেটের ঈশ্বর’ গাড়ির বাঁ দিকে বসে আছেন। তাঁর গাড়ির স্টিয়ারিং কারও সাহায্য ছাড়াই ঘুরছে। নির্ভুল ভাবে গাড়িটি নিজেই পার্ক হয়ে যায়। যা দেখে আপ্লুত সচিন নিজেও।
গাড়ির প্রতি তাঁর ভালবাসা কারও অজানা নয়। বিশকাপ চলাকালীন ইংল্যান্ডে ১০০ বছরেরও পুরনো এক গাড়ি চালাতে দেখা গিয়েছিল সচিনকে। এ ছাড়া মুম্বইয়ের রাস্তায় প্রায়শই মধ্য রাতে গাড়ি নিয়ে গতির ঝড় তুলতে দেখা যায় তাঁকে। বিভিন্ন সময়ে নানা কোম্পানির গাড়ির প্রমোশন করতেও দেখা গিয়েছে সচিনকে। এমনকি বিএমডব্লিউ ইন্ডিয়ার ব্র্যান্ড আম্ব্যাসাডরও তিনি।
ভারতের রাস্তায় এখনও চালক ছাড়া এই ধরনের গাড়ি চালানোর আইন নেই। তবে সচিনের পোস্ট করা এই ভিডিয়ো ইতিমধ্যেই মন ছুঁয়েছে এ দেশের গাড়িপ্রেমীদের।