যৌন নিগ্রহের অভিযোগ নিয়ে মুখ খুললেন ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহ। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে যদি একটিও অভিযোগ প্রমাণিত হয় তা হলে ফাঁসিতে ঝুলে যাবেন তিনি। আরও এক বার নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন ব্রিজভূষণ।
সমাজমাধ্যমে একটি ভিডিয়ো বার্তায় ব্রিজভূষণ বলেছেন, ‘‘আমার বিরুদ্ধে একটা অভিযোগ প্রমাণিত হলে আমি ফাঁসিতে ঝুলে যাব। যারা অভিযোগ করছে তাদের কাছে কোনও ভিডিয়ো আছে যেখানে আমি কারও সঙ্গে খারাপ ব্যবহার করেছি বা কাউকে ফোনে কিছু বলেছি। কোনও ভিডিয়ো নেই। কারণ আমি নির্দোষ।’’
আরও পড়ুন:
VIDEO | "I will hang myself even if a single allegation against me is proved," says WFI President Brij Bhushan Sharan Singh on sexual harassment charges levelled against him by protesting wrestlers. pic.twitter.com/nNiUUKij8T
— Press Trust of India (@PTI_News) May 7, 2023
ব্রিজভূষণের আরও দাবি, কয়েক জন কুস্তিগিরই তাঁর বিরুদ্ধে অভিযোগ করছেন। কিন্তু দেশের বেশির ভাগ কুস্তিগিরই তাঁর পক্ষে। তিনি বলেছেন, ‘‘যে কয়েক জন কুস্তিগির অভিযোগ করছে তাদের বাদ দিয়ে বাকি যে কোনও কুস্তিগিরকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন যে গত ১১ বছর ধরে ভারতীয় কুস্তির জন্য আমি কী কী করেছি।’’
ব্রিজভূষণের গ্রেফতারির দাবিতে যন্তর মন্তরে ধর্না দিচ্ছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগটের মতো কুস্তিগিররা। তাঁদের পাশে দাঁড়াতে উত্তরপ্রদেশ, রাজস্থান, পঞ্জাব এবং হরিয়ানা থেকে হাজার হাজার কৃষক রওনা দিয়েছেন দিল্লি অভিমুখে। আর সেই কারণে যন্তর মন্তর-সহ গোটা রাজধানী দিল্লিকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে দিল্লি পুলিশ।