দেশের হয়ে প্রথম আইসিসি ট্রফি জিতলেন মহম্মদ শামি। পুত্রের এই সাফল্যের দিনে মাঠে হাজির শামির পরিবার। দুবাইয়ের মাঠে দেখা গেল শামির মা, ভাই ও বোনকে। শামির মাকে প্রণাম করলেন বিরাট কোহলি। পরিবারের সকলের সঙ্গে করলেন আলাপ।
চ্যাম্পিয়ন হওয়ার পরে মাঠেই উল্লাস করেন ভারতীয় ক্রিকেটারেরা। তার পরে তাঁদের হাতে ট্রফি তুলে দেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। সেই ট্রফি হাতে শুরু হয় আবার উল্লাস। সেই সময়ই পরিবারের সঙ্গে কোহলির পরিচয় করান শামি। তাঁর মাকে দেখে হাসিমুখে এগিয়ে আসেন কোহলি। পায়ে হাত দিয়ে প্রণাম করেন। কোহলির মাথায় হাত রেখে আশীর্বাদ করেন শামির মা।
সেখানে ছিলেন শামির ভাই ও বোন। তাঁদের সঙ্গেও আলাপ করেন কোহলি। সকলে মিলে ছবি তোলেন। একেবারের মাঝে দাঁড়িয়ে ছিলেন কোহলি। তাঁর ডান দিকে শামির ভাই, বোন এবং বাঁ দিকে শামির মা ও শামি দাঁড়িয়ে ছিলেন।

মহম্মদ শামির পরিবারের সঙ্গে বিরাট কোহলি (বাঁ দিক থেকে দ্বিতীয়)। ছবি: ভিডিয়ো থেকে।
শুধু শামির পরিবারের সঙ্গে নয়, নিজের পরিবারের সঙ্গেও সময় কাটাতে দেখা যায় কোহলিকে। খেলা চলাকালীন গ্যালারিতে ছিলেন অনুষ্কা শর্মা। খেলাশেষে মাঠে নামেন তিনি। দু’জনে হাসিমুখে বেশ কিছু ক্ষণ গল্প করেন। কোহলির টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার সাক্ষী থাকতে পারেননি অনুষ্কা। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার সাক্ষী থাকলেন তিনি।
আরও পড়ুন:
মাঠে দেখা যায় রোহিত শর্মার স্ত্রী রীতিকা সজদে ও কন্যা সামাইরাকেও। খেলা দেখতে গিয়েছিলেন রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা। চার মেরে দলকে জেতানোর পর গ্যালারিতে তাঁর দিকে তাকিয়েই চুমু ছোড়েন জাডেজা। পরে মাঠে নেমে স্বামীর উল্লাসের সঙ্গী হন রিভাবা। ন’মাস আগে ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার সময়ও দলের সঙ্গে ছিলেন রীতিকা, রিভাবারা। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতারও সাক্ষী থাকলেন তাঁরা।
- এ বার অংশ নিয়েছে আয়োজক পাকিস্তান এবং ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউ জ়িল্যান্ড।
- চ্যাম্পিয়ন্স ট্রফি এক দিনের ক্রিকেট প্রতিযোগিতা। ‘মিনি বিশ্বকাপ’ নামে পরিচিত। সেরা আটটি দল খেলে আইসিসির এই প্রতিযোগিতায়।
-
চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণ নিয়ে বিতর্ক বাড়ছে, আমন্ত্রণ না পেয়ে কড়া পদক্ষেপ পাক বোর্ডের
-
চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরদিনই অবসর নিয়ে মন্তব্য জাডেজার, চার শব্দে দিলেন উত্তর
-
রোহিতের হাতে ট্রফি ওঠার পরই দলছুট শামি! রবি রাতে মঞ্চ থেকে কেন নেমে যান বাংলার বোলার
-
এক অধিনায়কের অভিনন্দন বার্তা আর এক নেতাকে, রোহিতকে কী লিখলেন সূর্যকুমার?
-
কেন ডাকা হল না পুরস্কারমঞ্চে? আইসিসি-র কাছে জানতে চাইবে ক্ষুব্ধ পাকিস্তান