Advertisement
২১ সেপ্টেম্বর ২০২৪
East Bengal

শহরে চলে এলেন ইস্টবেঙ্গলের নয়া বিদেশি

কলকাতায় পা রেখেই ইস্টবেঙ্গল সমর্থকদের আই লিগ জয়ের স্বপ্ন দেখাতে শুরু করে দিলেন চার্লস।

বিমানবন্দরে চার্লস ডি'সুজা। ছবি: ইস্টবেঙ্গল সমাচারের ফেসবুক সৌজন্যে।

বিমানবন্দরে চার্লস ডি'সুজা। ছবি: ইস্টবেঙ্গল সমাচারের ফেসবুক সৌজন্যে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৭ ১৯:৫৮
Share: Save:

একাদশীর দিন শহরে পা রাখলেন লাল-হলুদের নতুন বিদেশি চার্লস ডি'সুজা। রবিবার সকালে কলকাতা বিমানবন্দরে পা রাখেন চার্লস। এ দিন সকালে বিমানবন্দরে চার্লসকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন গুটিকয়েক লাল-হলুদ সমর্থক। দীর্ঘ জেটল্যাগ থাকলেও এ দিন বিমানবন্দরে বেশ খোশমেজাজেই পাওয়া যায় চার্লসকে।

আরও পড়ুন: বিশ্বকাপের ঢাকে কাঠি, শহরে চলে এল চিলে

আরও পড়ুন: চমক নয়, ভবিষ্যৎ দেখছেন কোচ নর্টন

কলকাতায় পা রেখেই ইস্টবেঙ্গল সমর্থকদের আই লিগ জয়ের স্বপ্ন দেখাতে শুরু করে দিলেন চার্লস। তিনি বলেন, “অনুশীলনে নামার জন্য মুখিয়ে রয়েছি। কলকাতায় ভাল খেলে ইস্টবেঙ্গলকে আই লিগ দিতে চাই।” এ দিন লাল-হলুদ সারথী খালিদ জামিলের প্রশংসাও শোনা যায় চার্লসের গলায়। ব্যারেটোর দেশের এই স্ট্রাইকার বলেন, “খালিদ জামিল ভাল কোচ, ওঁর কোচিংয়ে খেলার সুযোগ পেয়ে ভাল লাগছে। আশা করি সমর্থকদের নিরাশ করব না।”

আগামী সপ্তাহে শহরে আসার কথা ইস্টবেঙ্গলের আরও এক বিদেশি কাতসুমি ইউসার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE