Advertisement
২১ সেপ্টেম্বর ২০২৪
rishabh pant and shubman gill

ঋষভ পন্থ এবং শুভমন গিল। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৯
Share: Save:
সংক্ষেপে
ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৭৬ রানে।
বাংলাদেশ ৪৭.১ ওভারেই শেষ হয়ে যায়। করে ১৪৯ রান।
বাংলাদেশকে অল্প রানে আটকে রাখার নেপথ্যে যশপ্রীত বুমরা। তিনি ৩ উইকেট নেন।
দ্বিতীয় দিনের শেষে ভারত করেছিল ৩ উইকেটে ৮১ রান।
আরও
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৭ key status

মধ্যাহ্নভোজে ভারত এগিয়ে ৪৩২ রানে

পন্থ এবং শুভমনের ব্যাটে বড় রানের লিড নেওয়ার পথে ভারত। শুভমন ব্যাট করছেন ৮৬ রানে। শতরানের থেকে ১৪ রান দূরে। পন্থ অপরাজিত ৮৩ রানে। তাঁর শতরানের জন্য প্রয়োজন ১৮ রান। ভারত ইতিমধ্যেই দ্বিতীয় ইনিংসে ২০৫ রান করে ফেলেছে। বাংলাদেশের বিরুদ্ধে ৪৩২ রানে লিড নিয়েছে ভারত।

timer শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ১১:০২ key status

পন্থের অর্ধশতরান

৮৮ বলে ৫০ রান করলেন পন্থ। তিনি এবং শুভমন মিলে ভারতকে বড় রানের লিডের পথে নিয়ে যাচ্ছেন। 

Advertisement
timer শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫৯ key status

শুভমনের অর্ধশতরান

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান শুভমনের। ছক্কা মেরে ৫০ পার করলেন তিনি। মেহেদির ওভারে দু’টি ছক্কা মারেন শুভমন। দ্রুত রান তুলছে ভারত।

timer শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩৪ key status

শুরু হল তৃতীয় দিনের খেলা

দ্বিতীয় দিনের শেষে অপরাজিত থাকা শুভমন গিল এবং ঋষভ পন্থ ব্যাট করতে নামলেন। প্রথম ওভার বল করলেন মেহেদি হাসান মিরাজ। ২ রান হল এই ওভারে।

timer শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২১ key status

দ্বিতীয় দিনের শেষে

নাজমুল হোসেন শান্তদের প্রথম ইনিংস ১৪৯ রানে শেষ হওয়ার পর আম্পায়ার রড টাকার রোহিত শর্মার কাছে জানতে চান, ফলোঅন করাবেন কি না। রোহিত মাথা নাড়িয়ে সিদ্ধান্ত জানিয়ে মাঠ ছাড়েন। হাতে ২২৭ রানের পুঁজি নিয়েও চিপকের ২২ গজে চতুর্থ ইনিংসে ব্যাট করার ঝুঁকি নিতে রাজি হয়নি ভারতীয় শিবির। দ্বিতীয় দিনের শেষে ভারত দ্বিতীয় ইনিংসে ৮১/৩। এগিয়ে ৩০৮ রানে। প্রথম টেস্টে জয়ের গন্ধ পেতে শুরু করেছেন রোহিতেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE