Advertisement
০৬ নভেম্বর ২০২৪

নেইমার নিয়ে ক্লাব-দেশ দ্বন্দ্বে জয়ী বার্সা

ক্লাব বনাম দেশের দ্বন্দ্ব নিয়ে ফের উত্তাল ফুটবলবিশ্ব। শতবর্ষের কোপা আমেরিকায় ব্রাজিল খেলবে। কিন্তু থাকবেন না দলের ওয়ান্ডারকিড। নেইমারের কোপা স্বপ্নের উপর আগাম নিষেধাজ্ঞা জারি করে দিল বার্সেলোনা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৬ ০৩:৫৩
Share: Save:

ক্লাব বনাম দেশের দ্বন্দ্ব নিয়ে ফের উত্তাল ফুটবলবিশ্ব। শতবর্ষের কোপা আমেরিকায় ব্রাজিল খেলবে। কিন্তু থাকবেন না দলের ওয়ান্ডারকিড। নেইমারের কোপা স্বপ্নের উপর আগাম নিষেধাজ্ঞা জারি করে দিল বার্সেলোনা।

ক্লাব মরসুম শেষে নেইমারের ব্রাজিল খেলতে চলেছে কোপা এবং অলিম্পিক্সে। এত লম্বা মরসুমের ধকলের পরে আবার দেশের জার্সিতে তাই চোটের সম্ভাবনা থাকছে ওয়ান্ডারকিডের। সেই কথা ভেবে আগেভাগেই নেইমারের ক্যালেন্ডার থেকে কোপা মুছে দিল বার্সেলোনা। কিন্তু কোপায় না থাকলেও নিজের দেশে হতে চলা অলিম্পিক্সে খেলবেন নেইমার। বার্সার টুইটারে সরকারি ভাবে বিবৃতি দেওয়া হয়, ‘‘ব্রাজিলীয় ফেডারেশন আর তার প্রেসিডেন্ট মার্কো পোলো দেল নেরোকে ধন্যবাদ জানাতে চাই। যারা ক্লাবের দেওয়া প্রস্তাব মেনে নিয়েছে। যা ছিল নেইমার অলিম্পিক্সে খেলবে।’’

ফিফার নিয়ম অনুযায়ী অলিম্পিক্স ফুটবল খেলা থেকে প্লেয়ারকে আটকাতে পারে তাঁর ক্লাব। কিন্তু কোপার ক্ষেত্রে ক্লাবের এ রকম কোনও অধিকার নেই। যদিও নেইমারের ক্ষেত্রে ব্যাপারটা ব্রাজিল আর বার্সার মধ্যে আলোচনার মাধ্যমে ঠিক হয়েছে। ব্রাজিল ফেডারেশন কোনও আপত্তি না জানালেও ফুটবল বিশেষজ্ঞদের মতে বার্সার এই সিদ্ধান্তে অনেক ক্ষতির মুখে পড়তে হল দেশকে। শতবর্ষের কোপায় থাকবে আর্জেন্তিনা, চিলি, উরুগুয়ের মতো লাতিন আমেরিকার সমস্ত হেভিওয়েট দল। সেখানে ব্রাজিলে নেইমার না থাকা মানে দল অনেকটাই দুর্বল হয়ে গেল।

অন্য বিষয়গুলি:

Brasilona Neimar Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE