ইবানি ব্রিজেস। ছবি: টুইটার থেকে
টুইটারে বার বার তাঁকে পাঠানো হচ্ছে পুরুষাঙ্গের ছবি। অস্ট্রেলিয়ার মহিলা বক্সার ইবানি ব্রিজেসের টুইটারে বার বার এমন ছবি পাঠানো হচ্ছে বলে অভিযোগ। টুইটারেই ক্ষোভ উগরে দিলেন বক্সার।
ব্রিজেস টুইট করে লেখেন, ‘টুইটার ভর্তি হয়ে গিয়েছে পুরুষাঙ্গে।’ মহিলা বক্সারের টুইটের পর অনেকেই সমর্থন করেছেন তাঁকে। অনেকে লেখেন, ‘লুকিয়ে লুকিয়ে এমন করা খুব সহজ। যারা এমন করে তারা নিজের প্রোফাইল লুকিয়ে রাখে।’ অনেকে লেখেন, ‘মোবাইল, ল্যাপটপের পিছনে থেকে এমন কাজ করে সকলে। সামনে এলে এরা বাচ্চাদের মতো কাঁদবে।’
কিছু দিন আগেই শিরোনামে উঠে এসেছিল ব্রিজেসের নাম। সাহসী পোশাক এবং ছবিতে নেটমাধ্যমে তাঁর উপস্থিতি সবসময়ই উজ্জ্বল। অসংখ্য ফলোয়ার থাকলেও টুইটার অ্যাকাউন্টে তিনি ফলো করেন মাত্র ৬৯ জনকে। ফলোয়ার পরিবর্তন হলেও ফলোয়ারের সংখ্যা কখনও বাড়তে বা কমতে দেন না অস্ট্রেলীয় বক্সার। কারণ? যৌনসঙ্গমের ক্ষেত্রে ‘৬৯’ একটি বিশেষ ভঙ্গি। সেই ভঙ্গিই তাঁর সব থেকে পছন্দের। এমনটাই জানিয়েছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy