Border Gavaskar Trophy 2018: Records of India in Melbourne Test against Australia dgtl
India
ঐতিহাসিক মেলবোর্ন জয়ে যে রেকর্ডগুলি গড়ল ভারত
অস্ট্রেলিয়াকে হারিয়ে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিতে নিল ভারত। ৩৭ বছর পর মেলবোর্নের মাটিতে অস্ট্রেলিয়াকে পর্যুদস্ত করা ছাড়াও বেশ কয়েকটি রেকর্ডও কিন্তু হয়েছে এই সিরিজে। সেগুলি কী, দেখে নেওয়া যাক।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ১১:৩৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
অস্ট্রেলিয়াকে হারিয়ে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিতে নিল ভারত। ৩৭ বছর পর মেলবোর্নের মাটিতে অস্ট্রেলিয়াকে পর্যুদস্ত করা ছাড়াও বেশ কয়েকটি রেকর্ডও কিন্তু হয়েছে এই সিরিজে। সেগুলি কী, দেখে নেওয়া যাক।
০২১৩
ময়াঙ্ক আগরওয়াল অভিষেক টেস্টেই গড়লেন রেকর্ড। ওপেনার হিসাবে জায়গাটাও পাকা করে নিলেন বলা যায়।
০৩১৩
অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেকে কোনও ভারতীয়ের সবচেয়ে বেশি রানের (৭৬) রেকর্ড গড়লেন তিনি। ভাঙলেন ৭১ বছরের পুরনো রেকর্ড।
০৪১৩
অস্ট্রেলিয়াকে হারিয়ে এই টেস্ট জয়ের পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড ছুঁলেন বিরাট কোহালি।
০৫১৩
অধিনায়ক হিসাবে ১১টি অ্যাওয়ে ম্যাচ জেতার সুবাদে এল এই রেকর্ড। ২৪ ম্যাচ খেলেই কোহালি এই রেকর্ড ছুঁলেন। সৌরভ এই রেকর্ড গড়েছিলেন ২৮টি ম্যাচে অধিনায়কত্বের পর।
০৬১৩
ঋষভ পন্থও এই টেস্টে রেকর্ড গড়লেন। ভারতের হয়ে টেস্ট সিরিজে সবচেয়ে বেশি শিকারের রেকর্ডটি এখন এই উইকেটকিপারের দখলে। এখনও পর্যন্ত ২০টি শিকারের সঙ্গে রয়েছে পন্থের নাম।
০৭১৩
এর আগে ১৯৫৪-১৯৫৫ সালে নরেন তামহানে, ১৯৭৯-৮০ সাল মরসুমে সৈয়দ কিরমানির দখলে ছিল এই রেকর্ড। তাঁদের দু’জনেরই ১৯টি করে শিকার ছিল পাকিস্তানের বিরুদ্ধে। পন্থ ভাঙলেন সেই রেকর্ড দুটি।
০৮১৩
যশপ্রীত বুমরার তীব্র গতি ভুগিয়েছে অস্ট্রেলীয়দের। টেস্ট অভিষেকের পর মাত্র ৯টি ম্যাচেই ৪৮ উইকেট নিয়ে ফেলেছেন তিনি। ১৯৭৯ সালে প্রথম বার টেস্ট খেলতে নেমে এক বছরে ৪০ উইকেট নিয়েছিলেন দিলীপ দোশি। সেই রেকর্ড ভাঙলেন গুজরাতের পেসার।
০৯১৩
এ ছাড়াও অস্ট্রেলিয়ার মাটিতে এক টেস্টে সবচেয়ে বেশি আট উইকেট দখলের রেকর্ড ছিল কপিল দেব ও অজিত আগরকরের। বুমরার হাত ধরেই এই প্রথম নয় উইকেট পেলেন কোনও ভারতীয়।
১০১৩
টসে জিতে আজ পর্যন্ত কোহালির নেতৃত্বে ভারতীয় দল পরাজিত হয়নি। এটাকেও এক অর্থে রেকর্ড বলা যায় বই কী!
১১১৩
২০১৮ সালে বিদেশের মাটিতে ৪৪৩ রানই কোনও দলের বিরুদ্ধে ভারতীয় দলের সর্বোচ্চ রান।
১২১৩
মেলবোর্নে সবচেয়ে বেশি ক্ষণ ব্যাট করার রেকর্ড করল ভারত। ১৬৯.৪ ওভার ব্যাট করে ৩৫ বছরের পুরনো রেকর্ড ভাঙল ভারত।
১৩১৩
চেতেশ্বর পূজারা ও বিরাট কোহালি তৃতীয় উইকেট পার্টনারশিপে ১৭০ রান করেন এই ম্যাচে। এর আগে মেলবোর্নে ১৯৪৬-১৯৪৭ সালে ব্র্যাডম্যান-হ্যাসেট তৃতীয় উইকেটে যোগ করেছিলেন ১৬৯ রান। মেলবোর্নে এই দুই দেশের লড়াইয়ে এত দিন এটাই ছিল রেকর্ড।