১ ম্যাচ নির্বাসিত জাম্পা। ছবি: সোশ্যাল মিডিয়া
বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টারস দলের স্পিনার অ্যাডাম জাম্পার বিরুদ্ধে মাঠে অশ্লীল মন্তব্য করার অভিযোগ। সেই অভিযোগ মেনে নেওয়ায় এক ম্যাচের জন্য তাঁকে নির্বাসিত করল অস্ট্রেলিয়া বোর্ড।
মঙ্গলবার সিডনি থান্ডারের বিরুদ্ধে খেলার সময় জাম্পা অশ্লীল মন্তব্য করেন। এর ফলেই তাঁকে নির্বাসিত হতে হল। ক্রিকেট অস্ট্রেলিয়ার নিয়ম অনুযায়ী প্রথম স্তরের অপরাধ হওয়ায় নির্বাসন ছাড়াও ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ৮৩ হাজার টাকা জরিমানাও করা হয়েছে জাম্পাকে। নির্বাসনের ফলে শনিবার হোবার্ট হ্যারিকেনের বিরুদ্ধে তাঁকে দলে পাবে না মেলবোর্ন স্টারস।
৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৪ নম্বরে স্টারস। শীর্ষে থাকা সিডনি সিক্সারসের থেকে ৩ পয়েন্ট কম। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে হ্যারিকেন রয়েছে ৩ নম্বরে।
আরও পড়ুন: দলে ঢুকলেন নটরাজন, আছেন শার্দূল, তাহলে উমেশের বদলে খেলবেন কে?
আরও পড়ুন: কোহালি, স্মিথকে টপকে সেরা টেস্ট ব্যাটসম্যান উইলিয়ামসন
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy