মুরলী বিজয়। ছবি: পিটিআই।
৪ মার্চ বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারত। প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লড়াই টিম ইন্ডিয়ার সামনে। বুধবার অনুশীলন শেষে দলের ওপেনার মুরলী বিজয়ের কথায় অবশ্য আত্মবিশ্বাসই শোনা গেল। তিনিও মেনে নিলেন, বেঙ্গালুরু টেস্টই ভারতীয় দলের পরীক্ষা। সঙ্গে এও জানিয়ে দিলেন, প্রথম ম্যাচে হারের কারণ আবিষ্কার করে সেটা শুধরে নিয়েছে দল। দলের পরবর্তি পদক্ষেপ নিয়ে মুরলী বলেন, ‘‘অবশ্যই আমরা বুঝতে পেরেছি। কোথায় ভুল হয়েছে। আমরা অনেক আলোচনা করেছি। বেশ কিছু জায়গা নিয়ে আমাদের কাজ করতে হবে। যেটা আরও ভাল করতে পারতাম প্রথম টেস্টে। আমরা এখন নিজেদের খেলা নিয়ে ভাবছি। আশা করছি দ্বিতীয় টেস্টে প্রথম বল থেকেই আমরা নিজেদের খেলাটা দেখাতে পারব।’’
আরও খবর: টুইটারে ট্রোলের জবাব দিলেন লোকেশ
হেরে গেলেও সেই ম্যাচ এখন অতীত। তা থেকে শিক্ষা নিয়েই পরের ম্যাচে জিতে ম্যাচে ফিরতে চাইছে টিম ইন্ডিয়া। মুরলী বলেন, ‘‘অবশ্যই আমরা ওই ম্যাচটা হেরে গিয়েছি। হারটাকে মেনে নিয়েই এগিয়ে যেতে চাইছি। এই ম্যাচ জিততে আমরা মুখিয়ে রয়েছি। অস্ট্রেলিয়াকে পাল্টা চাপে ফেলতে চাই। দলের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। এখানেই আমাদের খেলার চরিত্রের পরীক্ষা হবে। আর এই কারমেই আমরা ক্রিকেট খেলি। আমরা আমাদের সহজাত খেলাটাই খেলব যেটা এতদিন খেলে এসেছি।’’
অনুশীলনে ভারতীয় ক্রিকেট দল।
প্রথম টেস্টে পুরো ব্যাটিং ইউনিটই ফ্লপ করেছে। সেই তালিকায় রয়েছেন দুই ওপেনার লোকেশ রাহুল ও মুরলী বিজয়। যাঁদের হাতেই তৈরি হয় কোনও দলের ইনিংসের ভীত। সেখানে ভারতের দুই ওপেনারই ফ্লপ। সঙ্গে মিডল অর্ডারও। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মুরলী বিজয়। বিশেষ করে লোকেশের খারাপ ফর্ম নিয়েও ভাবতে নারাজ তিনি। বলেন, ‘‘আমি নিজের টেকনিক নিয়ে এই মুহূর্তে কিছু ভাবছি না। আমি বেশ কিছু শট খেলার চেষ্টা করেছি। আমার কাছে এই টেস্ট হল নিজের খেলাটা বজায় রেখে এগিয়ে যাওয়া। আমার জন্য অনেক কিছু শেখার রয়েছে। আমি যখনই আউট হয়ে প্যাভেলিয়নে ফিরি তখনই ভাবি আরও ভাল কী ভাবে করতে পারতাম। আমার মাথায় কিছু পরিকল্পনা রয়েছে। আশা করছি বেঙ্গালুরুতে এমন উইকেট পাব যেখানে আমার পরিকল্পনাটা সঠিকভাবে কাজে লাগাতে পারব।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy