মিজোরামের বিরুদ্ধে সন্তোষ ট্রফি সেমিফাইনালের আগে চোট সমস্যায় বিপর্যস্ত বাংলা শিবির। কিন্তু কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়ের দুশ্চিন্তার প্রধান কারণ অবশ্য প্রতিপক্ষের প্রচণ্ড গতিতে আক্রমণে ওঠার স্ট্র্যাটেজি।
আই লিগে খেতাবের দৌড়ে এই মুহূর্তে শীর্ষে আইজল এফসি। এখনও পর্যন্ত কোনও দলই আইজলে গিয়ে জিততে পারেনি। এ বারের সন্তোষ ট্রফিতে মিজোরাম দলটা তৈরি হয়েছে মূলত আইজল অ্যাকাডেমির ফুটবলারদের নিয়েই। বুধবার বিকেলে গোয়া থেকে ফোনে বাংলার কোচ বললেন, ‘‘মিজোরাম প্রচণ্ড গতিতে আগ্রাসী ফুটবল খেলে। আইজল অ্যাকাডেমির অধিকাংশই ফুটবলারই খেলছে। তাই আমাদের লক্ষ্য ওদের স্বাভাবিক খেলা খেলতে না দেওয়া। শুরুতেই গোল করে মিজোরামের মনোবল ভেঙে দিতে চাই।’’
বুধবার সকালে গোয়ার কোঙ্কলিমে ঘণ্টাদেড়েক মিজোরাম-বধের মহড়া দেন মৃদুল। চোটের জন্য বসন্ত সিংহ ও প্রভাত লাকড়া নামতেই পারেননি মাঠে। অধিনায়ক রানা ঘরামি সামান্য প্র্যাক্টিস করেই উঠে যান। রানা অবশ্য বিকেলে জানিয়ে দিলেন, চোট উপেক্ষা করেই খেলবেন। বললেন, ‘‘পাঁচ বছর পরে সেমিফাইনালে উঠেছে বাংলা, যে কোনও মূল্যে খেলতে চাই।’’
আরও পড়ুন: দুই প্রধানকে নয়া প্রস্তাব আইএসএলের
ফুটবলারদের উজ্জীবিত করতে প্রত্যেকের সঙ্গে আলাদা ভাবে কথা বলেছেন মৃদুল। বাংলার কোচ বললেন, ‘‘ছেলেদের বলেছি, প্রমাণ করার এটাই সেরা সুযোগ। বাংলাকে চ্যাম্পিয়ন করতে পারলে তোমাদের জীবনটাই বদলে যাবে। চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। ভবিষ্যৎ নিয়ে আর ভাবতে হবে না।’’ মিজোরামের ম্যাচের ভিডিও ক্লিপিংসও ফুটবলারদের দেখিয়েছেন তিনি। মৃদুল বললেন, ‘‘ছেলেদের বলেছি, মিজোরামের ফুটবলাররা পা চালিয়ে খেলবে। কিন্তু তোমরা কোনও রকম প্ররোচনায় পা দেবে না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy