অভিমন্যু ঈশ্বরনে। ফাইল চিত্র
ব্যাটিংয়ে অভিমন্যু ঈশ্বরন বাঁচিয়েছেন। বোলিংয়ে বাঁচাবেন কে? হায়দরাবাদের বিরুদ্ধে চলতি রঞ্জি ট্রফির ম্যাচে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন বাংলা শিবিরে। বাংলা ৩৩৬-এ অল আউট। হায়দরাবাদ রবিবার তৃতীয় দিনের শেষে ২০৪-৪।
সারা দিনে বাংলার বোলারদের মাত্র তিন শিকার দেখার পরে তিন পয়েন্ট নিয়েও আশার আলো যেন ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। সেটা এখন বোলারদের ওপর নির্ভর করছে। এই অনিশ্চয়তার মধ্যেই বাংলা শিবিরে একমাত্র খুশির কারণ প্রথম শ্রেণির ক্রিকেটে অশোক ডিন্ডার ৪০০ উইকেট ক্লাবে ঢুকে পড়া। রবিবার হায়দরাবাদের চার নম্বর ব্যাটসম্যান হিমালয় আগরওয়ালকে ফিরিয়ে চারশো ক্লাবের সদস্য হন ৩৪ বছরের ডিন্ডা। সম্পর্কে অম্বাতি রায়ডুর ভাই রোহিত রায়ডু সেঞ্চুরি থেকে আট রান দূরে। হায়দরাবাদের যে চারটি উইকেট পড়েছে, তার মধ্যে ডিন্ডাই নিয়েছেন তিনটি। অন্যটা অলরাউন্ডার শাহবাজ আহমেদের। প্রথম দিন উইকেট পেসারদের সাহায্য করলেও দ্বিতীয় দিন রাজীব গাঁধী স্টোডিয়ামের উইকেট ব্যাটসম্যানদের দিকে ঝুঁকে পড়েছে বলে ধারণা বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারির। বলেন, ‘‘উইকেট ক্রমশ পাটা হয়ে যাচ্ছে। যার জন্য ওরা ভাল রান তুলছে। কাল নতুন বলে কাল স্যাঁতসেঁতে ভাব কাজে লাগিয়ে উইকেট তুলে নিতে হবে আমাদের।’’ কিন্তু ডিন্ডারা তাঁর এই আশা পূরণ করতে পারবেন কিনা, সেটাই দেখার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy