Advertisement
০৫ নভেম্বর ২০২৪
সিআর থেকে স্পেশ্যাল ওয়ান, ইউরোপে আজ ফুটবলের রাত
Sports News

ছেলের সঙ্গে জিম করে মাদ্রিদ ডার্বি যুদ্ধে নামছেন রোনাল্ডো

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জিমে স্ট্রেচিং করছেন, পাশে তাঁর ছেলে। শুধু আক্ষরিক অর্থে নয়, সত্যিই বাবার জুতোয় পা গলিয়ে একই ভাবে স্ট্রেচিং সারছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র।‌

ডার্বির আগে রিয়াল প্র্যাকটিসে বেলদের পাশে ফিরলেন র‌্যামোস।

ডার্বির আগে রিয়াল প্র্যাকটিসে বেলদের পাশে ফিরলেন র‌্যামোস।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৬ ০৪:১৭
Share: Save:

সোশ্যাল মিডিয়ায় ছবিটা পোস্ট হওয়ার ঘণ্টা তিনেকের মধ্যেই জুটে গিয়েছে লাখ দশেক লাইক।

কী ছবি?

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জিমে স্ট্রেচিং করছেন, পাশে তাঁর ছেলে। শুধু আক্ষরিক অর্থে নয়, সত্যিই বাবার জুতোয় পা গলিয়ে একই ভাবে স্ট্রেচিং সারছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র।‌

বলা হচ্ছে, ছ’বছর বয়সেই বাবার পথে পা বাড়ানোর ইঙ্গিত স্পষ্ট দেখা যাচ্ছে রোনাল্ডো জুনিয়রের। তাই সব কিছু ঠিকঠাক থাকলে আপেলের যে রকম মাটিতে পড়াটা স্বাভাবিক, ঠিক তেমনই স্বাভাবিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়রের রিয়াল মাদ্রিদে সই করা।

বেশিক্ষণ অবশ্য ছেলের সঙ্গে মজা করার সময় পাননি রোনাল্ডো। পরের ছবিতেই দেখা যাচ্ছে সুইস বলে ঘাম ঝরাচ্ছেন সিআর সেভেন। জোরকদমে চলছে মাদ্রিদ ডার্বির প্রস্তুতি।

সিআর সেভেনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বার্সোলোনা ছাড়া নিয়ে জোরদার জল্পনাও যে ম্যাচের ধাক্কায় আপাতত পিছনের সারিতে। বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেফ বার্তোমেউয়ের পর এ দিন তাদের কোচ লুইস এনরিকেও বলে দিয়েছেন, ‘‘আমি কল্পনায় দেখি যে মেসি বহুদিন বার্সেলোনার জার্সিতে খেলছে। বার্সাতেই মেসি সর্বকালের সেরা প্লেয়ার হিসেবে কেরিয়ার শেষ করছে, এর চেয়ে ভাল আর কী হতে পারে।’’

নিজের দেশ ছেড়ে আসার পর যে ক্লাবই হয়ে উঠেছিল তার দুনিয়া সেই ক্লাবের সঙ্গে মেসি শেষ পর্যন্ত সম্পর্ক ভাঙবেন কি না সেটা সময় বলবে। আপাতত রিয়াল সমর্থকরা মেসি ছেড়ে মাথা ঘামাচ্ছেন আটলেটিকো নিয়ে। শনিবারই যে রিয়াল মাদ্রিদকে সামলাতে হবে আটলেটিকো মাদ্রিদের চ্যালেঞ্জ। তাও আবার আটলেটিকোর ঘরের মাঠ ভিসেন্তে কলদেরনে। গত তিন বছর যে মাঠ রিয়াল কোচদের কাছে বিভীষিকা।

বছর দু’য়েক আগে কলদেরনেই রিয়াল মাদ্রিদকে ০-৪ গোলে উড়িয়ে দিয়েছিল আটলেটিকো। যে চোট এতটাই গভীরে গিয়ে লেগেছিল রিয়ালের যে, বলা হয় তৎকালীন রিয়াল কোচ কার্লো আন্সেলোত্তির হটসিট থেকে বরখাস্ত হওয়ার বীজ বোনা হয়ে গিয়েছিল সেই ম্যাচেই।

গত মরসুমে রিয়াল কোচ রাফা বেনিতেজও একই ভাবে ক্লাবের রোষের মুখে পড়েছিলেন এক গোলে এগিয়ে গিয়েও কলদেরনে সেটা ধরে রাখতে না পেরে ম্যাচ ড্র রেখে ফেরায়। শেষ পর্যন্ত বেনিতেজকেও সরিয়ে দেওয়া হয়।

জিনেদিন জিদানের জন্য পরিস্থিতি অবশ্য অতটা উদ্বেগজনক নয়। রিয়াল এখন লা লিগার পয়েন্ট টেবলে শীর্ষে। তবে এ বছরে গোড়ার দিকে রিয়াল কিন্তু বের্নাবাওতে আটলেটিকোর কাছে হেরেছে। তাই কোচ হিসেবে তাঁর প্রথম কলদেরন চ্যালেঞ্জে জিজু রিয়ালের গত তিন বছরের শাপমোচন ঘটাতে পারেন কি না তা নিয়ে তুমুল আগ্রহ সমর্থকদের।

বাবার জুতোয় পা ছোট্ট রোনাল্ডোর।-টুইটার

আটলেটিকোর জন্য অবশ্য ভাল খবর আঁতোয়া গ্রিজম্যানকে এই ম্যাচে পেতে পারেন সিমিওনে। সুইডেন ম্যাচে ফরাসি স্ট্রাইকার চোট পেলেও তা কাটিয়ে উঠে কলদেরনে নামার জোর সম্ভাবনা রয়েছে।

রিয়াল ভক্তদের উৎসাহ অবশ্য সেখানে দ্বিগুণ হয়ে যেতে পারে ক্যাপ্টেন সের্জিও র‌্যামোস চোট কাটিয়ে এই ম্যাচে ফিরে আসায়। তবে আলভারো মোরাতা দু’দিন আগে ইংল্যান্ড-স্পেন ম্যাচে চোট পাওয়ায় কলদেরনে নেই। জিদান ৪-৩-৩ ছকে খেললে রোনাল্ডো, গ্যারেথ বেলের সঙ্গে আক্রমণে থাকতে পারেন করিম বেঞ্জিমা। লুকা মদরিচও ফিট। তবে মাঝমাঠে টনি ক্রুজ, কাসিমারো আর হ্যামস্ট্রিংয়ের চোটে ডিফেন্সে পেপেকে না পাওয়াটা জিদানের দলের কাছে শনিবার ঘাতক হয়ে না ওঠে! আটলেটিকো কোচ সিমিওনে মাঝমাঠ জমাট রাখবেন ধরে নিচ্ছেন অনেকে। তাই জিজুর আরও একটা পরীক্ষা ৪-৩-৩ ছকে না গিয়ে বেঞ্জিমার বদলে মদরিচ, ইস্কো আর কোভাসিচের পাশে আর এক মিডফিল্ডারকে জুড়ে দিয়ে ৪-৪-২ ছকে খেলবেন কি না সেই সিদ্ধান্ত নেওয়া।

তবে যতই রিয়ালে র‌্যামোসরা ফিরে আসুন না কেন, শনিবাসরীয় মাদ্রিদ ডার্বিতে সবচেয়ে বড় মোটিভেশন হয়তো থাকছে গ্রিজম্যানদের জন্য!। কারণ, প্রায় ৫০ বছর ধরে আটলেটিকোর ঘরের মাঠের ঠিকানা এই ম্যাচের পরেই পাল্টে যাচ্ছে। কলদেরনে এটাই শেষ মাদ্রিদ ডার্বি। চলতি মরসুমের শেষে আটলেটিকোর ঘরের মাঠ হচ্ছে শহরের বাইরে নতুন স্টেডিয়াম ‘লা পেইনেটা’। যেখানে রেস্তোরাঁ, মিউজিয়াম আছে। দর্শকাসনও ১২ হাজারের মতো বেশি।

তাই কলদেরনকে বিদায়ী উপহার দিতে গ্রিজম্যানরা মরিয়া হয়ে রয়েছেন। আর সেটা মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারানোর চেয়ে বড় শক্তি আর কী হতে পারে আটলেটিকোর?

আজ টিভিতে

মেগা ইপিএল: ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম আর্সেনাল

(বিকেল ৫-৫০, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১)

মাদ্রিদ ডার্বি: আটলেটিকো মাদ্রিদ বনাম রিয়াল মাদ্রিদ

(রাত ১-১৫, সোনি সিক্স)

অন্য বিষয়গুলি:

Christiano Ronaldo Gareth Bale
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE