Advertisement
০৫ নভেম্বর ২০২৪
BCCI

বোর্ডের সঙ্গে নতুন চুক্তিতে কোহালি, ধোনিদের কত বেতন হল জানেন?

বেতন বাড়ল ভারতীয় ক্রিকেটারদের। পাশাপাশি বাড়ল তিন ফর্ম্যাটের জন্য ম্যাচ ফি-ও। বুধবার, বিসিসিআইয়ের প্রশাসক কমিটির (সিওএ) একটি নির্দেশিকায় জানানো হয়, ২০১৭-র বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ গ্রেড-এ তালিকায় ক্রিকেটারের সংখ্যা বাড়িয়ে ৪ থেকে ৭ করা হয়েছে। এর সঙ্গে তাঁদের বেতনও দ্বিগুণ করা হয়েছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৭ ১৪:৩০
Share: Save:
০১ ১৫
আগে গ্রেড-এ তালিকায় থাকা ক্রিকেটাররা পেতেন এক কোটি টাকা। এ বছর সেই পরিমাণকে দ্বিগুণ করল বিসিসিআই।

আগে গ্রেড-এ তালিকায় থাকা ক্রিকেটাররা পেতেন এক কোটি টাকা। এ বছর সেই পরিমাণকে দ্বিগুণ করল বিসিসিআই।

০২ ১৫
গ্রেড এ-তে ৪ ক্রিকেটারের বদলে ৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতীয় অধিনায়ক বিরাট কোহালি, মহেন্দ্র সিংহ ধোনি, আজিঙ্ক রাহানে ও রবিচন্দ্রন অশ্বিনের পাশাপাশি রবীন্দ্র জাডেজা, মুরলী বিজয় এবং চেতেশ্বর পূজারা জায়গা পেয়েছেন এই তালিকায়।

গ্রেড এ-তে ৪ ক্রিকেটারের বদলে ৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতীয় অধিনায়ক বিরাট কোহালি, মহেন্দ্র সিংহ ধোনি, আজিঙ্ক রাহানে ও রবিচন্দ্রন অশ্বিনের পাশাপাশি রবীন্দ্র জাডেজা, মুরলী বিজয় এবং চেতেশ্বর পূজারা জায়গা পেয়েছেন এই তালিকায়।

০৩ ১৫
এর আগে গ্রেড সি তালিকায় ছিলেন রবীন্দ্র জাডেজা। সম্প্রতি ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সে গ্রেড এ তালিকায় চলে এসেছেন তিনি। পূজারা এবং মুরলী বিজয়ও সর্বোচ্চ গ্রেডে জায়গা করে নিয়েছেন।

এর আগে গ্রেড সি তালিকায় ছিলেন রবীন্দ্র জাডেজা। সম্প্রতি ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সে গ্রেড এ তালিকায় চলে এসেছেন তিনি। পূজারা এবং মুরলী বিজয়ও সর্বোচ্চ গ্রেডে জায়গা করে নিয়েছেন।

০৪ ১৫
তিনটি গ্রেডেই অর্থের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। গ্রেড এ- এক কোটি থেকে ২ কোটি, গ্রেড বি- ৫০ লক্ষ থেকে এক কোটি এবং গ্রেড সি ২৫ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা বার্ষিক বেতন ধার্য করা হয়েছে।

তিনটি গ্রেডেই অর্থের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। গ্রেড এ- এক কোটি থেকে ২ কোটি, গ্রেড বি- ৫০ লক্ষ থেকে এক কোটি এবং গ্রেড সি ২৫ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা বার্ষিক বেতন ধার্য করা হয়েছে।

০৫ ১৫
চলতি চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ২০১৭-র ৩০ সেপ্টেম্বরে। এর পর থেকেই নতুন নিয়ম কার্যকর হবে।

চলতি চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ২০১৭-র ৩০ সেপ্টেম্বরে। এর পর থেকেই নতুন নিয়ম কার্যকর হবে।

০৬ ১৫
এ ছাড়াও তিন ফর্ম্যাটের ম্যাচ ফিও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআইয়ের প্রশাসক কমিটি। নির্দেশিকায় জানানো হয়েছে, টেস্ট প্রতি ১৫ লক্ষ টাকা, ৬ লক্ষ টাকা ওয়ানডে এবং ৩ লক্ষ টাকা টি২০র ম্যাচ ফি করা হয়েছে।

এ ছাড়াও তিন ফর্ম্যাটের ম্যাচ ফিও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআইয়ের প্রশাসক কমিটি। নির্দেশিকায় জানানো হয়েছে, টেস্ট প্রতি ১৫ লক্ষ টাকা, ৬ লক্ষ টাকা ওয়ানডে এবং ৩ লক্ষ টাকা টি২০র ম্যাচ ফি করা হয়েছে।

০৭ ১৫
তবে, এ বারের গ্রেড বি-তে থাকা সুরেশ রায়না বাদ গিয়েছে বিসিসিআইয়ের চুক্তি থেকে। ওই তালিকায় হরভজন সিংহও জায়গা পাননি।

তবে, এ বারের গ্রেড বি-তে থাকা সুরেশ রায়না বাদ গিয়েছে বিসিসিআইয়ের চুক্তি থেকে। ওই তালিকায় হরভজন সিংহও জায়গা পাননি।

০৮ ১৫
যুবরাজের কামব্যাক বিসিসিআইয়ের বেতন তালিকাতেও। গ্রেড বি তালিকায় অর্ন্তভুক্ত হয়েছেন তিনি।

যুবরাজের কামব্যাক বিসিসিআইয়ের বেতন তালিকাতেও। গ্রেড বি তালিকায় অর্ন্তভুক্ত হয়েছেন তিনি।

০৯ ১৫
গ্রেড এ তালিকা (২ কোটি টাকা, ৭ জন)- বিরাট কোহালি, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহেন্দ্র সিংহ ধোনি, আজিঙ্ক রাহানে, মুরলী বিজয় এবং চেতেশ্বর পূজারা।

গ্রেড এ তালিকা (২ কোটি টাকা, ৭ জন)- বিরাট কোহালি, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহেন্দ্র সিংহ ধোনি, আজিঙ্ক রাহানে, মুরলী বিজয় এবং চেতেশ্বর পূজারা।

১০ ১৫
গ্রেড বি তালিকা (১ কোটি টাকা, ৯ জন)- রোহিত শর্মা, লোকেশ রাহুল, ভুবেনেশ্বর কুমার, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, ঋদ্ধিমান সাহা, জসপ্রীত বুমরাহ, যুবরাজ সিংহ

গ্রেড বি তালিকা (১ কোটি টাকা, ৯ জন)- রোহিত শর্মা, লোকেশ রাহুল, ভুবেনেশ্বর কুমার, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, ঋদ্ধিমান সাহা, জসপ্রীত বুমরাহ, যুবরাজ সিংহ

১১ ১৫
এ বারে গ্রেড বি তালিকায় ঢুকলেন- লোকেশ রাহুল, জসপ্রীত বুমরাহ, যুবরাজ সিংহ, ঋদ্বিমান সাহা।

এ বারে গ্রেড বি তালিকায় ঢুকলেন- লোকেশ রাহুল, জসপ্রীত বুমরাহ, যুবরাজ সিংহ, ঋদ্বিমান সাহা।

১২ ১৫
গ্রেড বি তালিকা থেকে বেরিয়ে গেলেন- সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, শিখর ধবন, মুরলী বিজয়, চেতেশ্বর পূজারা।

গ্রেড বি তালিকা থেকে বেরিয়ে গেলেন- সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, শিখর ধবন, মুরলী বিজয়, চেতেশ্বর পূজারা।

১৩ ১৫
গ্রেড সি (৫০ লক্ষ টাকা, ১৬ জন)- শিখর ধবন, অম্বাতি রায়ডু, অমিত মিশ্র, মণীশ পাণ্ডে, অক্ষর পটেল, হার্দিক পাণ্ড্য, আশিস নেহরা, কেদার যাদব, যুজবেন্দ্র চাহাল, পার্থিব পটেল, জয়ন্ত যাদব, মনদীপ সিংহ, ধবল কুলকার্নি, শার্দুল ঠাকুর, ঋষভ পন্থ

গ্রেড সি (৫০ লক্ষ টাকা, ১৬ জন)- শিখর ধবন, অম্বাতি রায়ডু, অমিত মিশ্র, মণীশ পাণ্ডে, অক্ষর পটেল, হার্দিক পাণ্ড্য, আশিস নেহরা, কেদার যাদব, যুজবেন্দ্র চাহাল, পার্থিব পটেল, জয়ন্ত যাদব, মনদীপ সিংহ, ধবল কুলকার্নি, শার্দুল ঠাকুর, ঋষভ পন্থ

১৪ ১৫
গ্রেড সি তালিকায় ঢুকলেন- শিখর ধবন, অম্বাতি রায়ডু, করুণ নায়ার, হার্দিক পাণ্ড্য, আশিস নেহারা, কেদার যাদব, যুজবেন্দ্র চাহাল, পার্থিব পটেল, জয়ন্ত যাদব, মনদীপ সিংহ, শার্দুল ঠাকুর, ঋষভ পন্থ,

গ্রেড সি তালিকায় ঢুকলেন- শিখর ধবন, অম্বাতি রায়ডু, করুণ নায়ার, হার্দিক পাণ্ড্য, আশিস নেহারা, কেদার যাদব, যুজবেন্দ্র চাহাল, পার্থিব পটেল, জয়ন্ত যাদব, মনদীপ সিংহ, শার্দুল ঠাকুর, ঋষভ পন্থ,

১৫ ১৫
গ্রুপ সি তালিকা থেকে বেরিয়ে গেলেন- অক্ষর পটেল, স্টুয়ার্ট বিনি, ঋদ্ধিমান সাহা, মোহিত শর্মা, বরুণ অ্যারন, কর্ণ শর্মা, রবীন্দ্র জাডেজা, লোকেশ রাহুল, হরভজন সিংহ, শ্রীনাথ অরবিন্দ

গ্রুপ সি তালিকা থেকে বেরিয়ে গেলেন- অক্ষর পটেল, স্টুয়ার্ট বিনি, ঋদ্ধিমান সাহা, মোহিত শর্মা, বরুণ অ্যারন, কর্ণ শর্মা, রবীন্দ্র জাডেজা, লোকেশ রাহুল, হরভজন সিংহ, শ্রীনাথ অরবিন্দ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE