Advertisement
০৩ নভেম্বর ২০২৪

পেনাল্টি ফস্কালেন মেসি, হেরে গেল বার্সেলোনা

বার্সেলোনার পরের ম্যাচ রিয়াল বেতিসের বিরুদ্ধে রবিবার। এস্প্যানিয়লের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে লা লিগার ম্যাচে মেসি-রা কী ভাবে ঘুরে দাঁড়ান, সেটাই এখন দেখার।

ব্যর্থ: দলকে জেতাতে পারলেন না মেসি। বুধবার। ছবি: এএফপি

ব্যর্থ: দলকে জেতাতে পারলেন না মেসি। বুধবার। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৮ ০৪:০১
Share: Save:

এস্প্যানিয়ল ১ : বার্সেলোনা ০

বার্সেলোনা শিবিরে ফিরল হারের যন্ত্রণা! বুধবার রাতে কোপা দেল রে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-০ জিতল এস্প্যানিয়ল। পেনাল্টি নষ্ট করে মাঠ ছাড়লেন বিধ্বস্ত লিওনেল মেসি।

২০১৭ সালের ১৬ অগস্ট শেষবার হেরেছিল বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপ ফাইনালের দ্বিতীয় পর্বে মেসি-দের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে আর্জেন্তিনা অধিনায়ক পেনাল্টি থেকে একটি গোল করেছিলেন। অথচ বুধবার মেসি-ই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ। ৬৪ মিনিটে তাঁর শট বাঁচিয়ে এস্প্যানিয়লের ত্রাতা হয়ে ওঠেন গোলরক্ষক দিয়েগো লোপেজ। আর ৮৮ মিনিটে গোল করে এস্প্যানিয়লের জয়ের নায়ক ২০ বছরের অস্কার মেলেন্দো। উচ্ছ্বসিত ম্যানেজার স্যাঞ্চেস ফ্লোরেস বলেছেন, ‘‘ক্লাবের ইতিহাসের জন্য এই জয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘বহু বছর আমরা বার্সেলোনাকে হারাতে পারিনি। অবশেষে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ালাম।’’ স্প্যানিশ ফুটবলে এল ক্লাসিকোর চেয়ে খুব একটা পিছিয়ে নেই বার্সেলোনা বনাম এস্প্যানিয়ল দ্বৈরথ। একই শহরের দু’টি ক্লাবের মধ্যে মারাত্মক রেষারেষি। বুধবারের ধুন্ধুমার বার্সেলোনা ডার্বিকে কেন্দ্র করে উন্মাদনা ছিল তুঙ্গে। মর্যাদার লড়াইয়ে হেরে হতাশ বার্সেলোনা তারকা সের্জিও বুস্কেৎস ম্যাচের পরে বলেছেন, ‘‘এ রকম একটা দিন যে আসবে, জানতাম। তবে ভাবিনি এই ম্যাচেই হারতে হবে।’’

এস্প্যানিয়লের বিরুদ্ধে হারলেও বার্সেলোনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা অবশ্য এখনও শেষ হয়ে যায়নি। ঘরের মাঠ ক্যাম্প ন্যু-তে দ্বিতীয় পর্বের ম্যাচ বাকি রয়েছে। বুস্কেৎস বলেছেন, ‘‘হারের যন্ত্রণার মধ্যেও ইতিবাচক দিক হচ্ছে এখনও দ্বিতীয় পর্বের খেলা বাকি। যা আমরা খেলব নিজেদের মাঠেই। যে কোনও মূল্যে ওই ম্যাচটা জিততে হবে।’’

কোপা দে রে কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচের আগে বার্সেলোনাকেই ফেভারিট অ্যাখ্যা দেওয়া হয়েছিল। এস্প্যানিয়লের বিরুদ্ধে হারের পরে ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘‘ফেভারিট তারাই, যারা জিতে মাঠ ছাড়ে।’’

বার্সেলোনার পরের ম্যাচ রিয়াল বেতিসের বিরুদ্ধে রবিবার। এস্প্যানিয়লের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে লা লিগার ম্যাচে মেসি-রা কী ভাবে ঘুরে দাঁড়ান, সেটাই এখন দেখার।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE