দুই অর্ধে দু’টি গোল করলেন রাফিনহা ও ম্যালকম। কিন্তু বার্সেলোনা তবু হারাতে পারল না এএস রোমাকে। উল্টে জিতে গেল ইতালির ক্লাবটিই। প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে তিনটি গোল দিয়ে। খেলার ফল রোমার পক্ষে ৪-২। যুক্তরাষ্ট্রের ডালাসের এ টি অ্যান্ড টি স্টেডিয়ামে এটাই লিয়োনেল মেসির ক্লাবের প্রথম প্রাক মরসুম ম্যাচে হার। বার্সেলোনার কোচ আর্নেস্তো ভালভার্দে অবশ্য এই হার নিয়ে বিশেষ ভাবিত নন। তিনি বললেন, ‘‘শেষ কয়েকটি মিনিট ছাড়া আমরাই ভাল খেলেছি। ম্যাচের অন্তত ৭৫ মিনিট আমাদেরই নিয়ন্ত্রণ ছিল। এই দল নিয়ে খেলে হারলেও তাই আমি হতাশ নই।’’ প্রসঙ্গত গত বার চ্যাম্পিয়ন্স লিগেও রোমার কাছে হেরেই ছিটকে যায় বার্সেলোনা।
এমনিতে ভালভার্দে যাই বলুন, ফুটবল বিশ্লেষকরা কিন্তু বললেন, বার্সার মাঝমাঠ নিয়ে যথেষ্ট সমস্যা আছে। বার্সার বোর্ডেও নাকি এটা নিয়ে উদ্বেগ রয়েছে। যে কারণে শোনা যাচ্ছে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে পল পোগবাকে নিজেদের ক্লাবে সই করাতে তৎপর এখন গত লা লিগায় চ্যাম্পিয়ন এই ক্লাব। তৎপরতার আরও কারণ, মেসিও নাকি ভীষণ রকম চান পোগবা বার্সায় খেলুন।
এমনিতে বিশ্বকাপজয়ী ফ্রান্সের এই তারকার দলবদলের সম্ভাবনা নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছেই। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ জোসে মোরিনহোর সঙ্গে তাঁর সম্পর্ক যে ভাল নয়, তা দিনের আলোর মতোই পরিষ্কার। ইংলিশ প্রিমিয়ার লিগে মাঝখানের পর্বে গত বার তাঁকে নিয়মিত খেলাতেন না মোরিনহো। যা নিয়ে পোগবা নিজেও অসন্তষ্ট ছিলেন। বেশ কয়েক বার তিনি কোচকে না জানিয়েই অনুশীলনে অনুপস্থিত থেকে বিতর্ক বাড়িয়েছেন। আর রাশিয়া বিশ্বকাপে পোগবার ভাল খেলা প্রসঙ্গে মোরিনহো বিদ্রুপ করে যা মন্তব্য করেছিলেন তার মোদ্দা মানে হল, ইচ্ছে করলেই ফ্রান্সের এই ফুটবলারটি ভাল খেলতে পারেন। এবং ইচ্ছে করেই তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে ভাল খেলেননি। রাশিয়া বিশ্বকাপের সময় বেশ কয়েক বার ক্লাব ফুটবল নিয়ে তাঁর ভাবনা কী জানতে চাওয়া হলে পোগবা তা এড়িয়ে গিয়েছেন। মাঝখানে শোনা যাচ্ছিল, নিজের পুরনো ক্লাব জুভেন্তাসেই তিনি ফিরে যাবেন। অর্থাৎ আগামী মরসুমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশে তাঁকে খেলতে দেখা যেতে পারে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy