Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Sports News

বিদায়ী ম্যাচে অধিনায়ককে জয় দেওয়াই লক্ষ্য

শুধু সিরিজ বাঁচানো নয়, বিদায়ী ম্যাচে অধিনায়ককে জয় উপহার দিতে মরিয়া বাংলাদেশ দল। প্রেমাদাসা স্টেডিয়ামে বৃহস্পতিবার হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি। দেশের হয়ে এই সংস্করণে এটাই হবে মাশরাফির শেষ ম্যাচ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৭ ২৩:৩৮
Share: Save:

শুধু সিরিজ বাঁচানো নয়, বিদায়ী ম্যাচে অধিনায়ককে জয় উপহার দিতে মরিয়া বাংলাদেশ দল। প্রেমাদাসা স্টেডিয়ামে বৃহস্পতিবার হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি। দেশের হয়ে এই সংস্করণে এটাই হবে মাশরাফির শেষ ম্যাচ।

বুধবার বাংলাদেশ দলের কোনো অনুশীলন নেই। ম্যাচকে সামনে রেখে টিম হোটেল তাজ সমুদ্রে তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক বললেন, ‘জয়ের তো কোনো বিকল্প নাই। আমি ব্যক্তিগতভাবে বলবো, আমরা দ্বিতীয় টি-টোয়েন্টি খেলবো শুধু মাশরাফি ভাইয়ের জন্য। আমরা সবাই চাইবো ওই ম্যাচ জিতে তাকে বিদায়ী উপহার দেওয়ার জন্য’।

আচমকা অবসরের ঘোষণা দিয়েছেন মাশরাফি। দলও হেরেছে প্রথম ম্যাচে। পরিস্থিতি অনুমেয়। দলের ভেতরে কি চলছে তার খানিকটা ধারণা দেওয়ার চেষ্টা করলেন মোসাদ্দেক।

“একটা ম্যাচ জেতার পর সবার মধ্যে যে আনন্দ থাকে, একটা ম্যাচ হারার পর সবার মধ্যে তার সমানই বেদনা থাকে। গত ম্যাচ হারের পর সবার মধ্যেই সেই বেদনা কাজ করছে।”

টেস্টের পর ড্র হয়েছে ওয়ানডে সিরিজও। টি-টোয়েন্টি সিরিজ জেতা সম্ভব নয়, কোনোভাবেই হারতে রাজি নন মোসাদ্দেক।

“প্রথম ম্যাচ হারের পর তো বলতে পারছি না, জিতবো। ড্র ছাড়া আমাদের সামনে আর কোনো পথ নেই। আমাদের সামনে একটাই ম্যাচ সেটায় জিতে সিরিজ ড্র করার চেষ্টা করবো।”

টেস্টে পিছিয়ে পড়ে ড্র করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে নিজেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন মোসাদ্দেক। তার বিশ্বাস, সেই একই মানসিকতা নিয়ে সবাই খেললে টি-টোয়েন্টি সিরিজ।

অন্য বিষয়গুলি:

Bangladesh Vs Srilanka One Day Series
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE