Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Sports News

ওয়ান ডে সিরিজে হারের পর টি২০ জিততে মরিয়া সাকিবরা

মানিসক ভাবে চাঙ্গা আছে বাংলাদেশ। দরকার শুধু সবার একসঙ্গে জ্বলে ওঠা। তা হলেই ম্যাচ জিতবে বাংলাদেশ। এমনটাই মনে করেন সাকিব আল হাসান। ওই অলরাউন্ডারের মতে, মাঠের খেলায় ১১ জন ক্রিকেটার নিজেদের দায়িত্ব ভাল ভাবে পালন করতে পারলেই নিউজিল্যান্ড

মাশরাফি, মুশফিকুর ও সাকিব। ছবি: এএফপি।

মাশরাফি, মুশফিকুর ও সাকিব। ছবি: এএফপি।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৭ ১৯:৩৮
Share: Save:

মানিসক ভাবে চাঙ্গা আছে বাংলাদেশ। দরকার শুধু সবার একসঙ্গে জ্বলে ওঠা। তা হলেই ম্যাচ জিতবে বাংলাদেশ। এমনটাই মনে করেন সাকিব আল হাসান। ওই অলরাউন্ডারের মতে, মাঠের খেলায় ১১ জন ক্রিকেটার নিজেদের দায়িত্ব ভাল ভাবে পালন করতে পারলেই নিউজিল্যান্ডকে হারানো সম্ভব।

আগামিকাল মঙ্গলবার প্রথম টি২০ ম্যাচ। তার আগে নেপিয়ারে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন সাকিব আল হাসান। সেখানে মঙ্গলবারের ম্যাচের চেয়ে নিউজিল্যান্ড ট্যুরে তাঁর পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া হয়েছে বেশি। যদিও তাঁর আশা, নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টি জেতা সম্ভব। কিন্তু, দলের ১১ জন খেলোয়াড়কে ঠিক মতো জ্বলে উঠতে হবে। প্রশ্ন ওঠে, নিউজিল্যান্ড ট্যুরে দলের সিনিয়রেরা ঠিক মতো পারফর্ম করতে পারছেন না কেন? এই সময় তাঁকে বেশ বিরক্তই লাগে। তাঁর কথায়, ‘‘এখানে আবার সিনিয়র-জুনিয়র কী? ১১ জন খেলোয়াড় নিয়েই দল গড়া হয়। ৫ জন খেলোয়াড় নিয়ে নয়। সব কিছু নিয়ে ১১ জনেরই দায়-দায়িত্ব আছে। জুনিয়ররাও যোগ্যতার ভিত্তিতে দলে আসেন। সিনিয়রেরা সব কিছু করে ফেলবে আর জুনিয়ররা কিছু করতে পারবেন না এ ভাবে ভাবা ঠিক নয়।’’ তাঁর সংযোজন, ‘‘আসলে দিনের শেষে বাংলাদেশ জিতলে সবার সাফল্য, হারলে সকলেরই দোষ।’’ কোচ চন্ডিকা হাথুরু সিংহে কিন্তু এ দিন উল্টোটাই বলছেন। তিনি বলেন, ‘‘সিনিয়ররা যে হেতু অভিজ্ঞ, তাই তাঁদের দায়িত্বও বেশি।’’ সাকিব অবশ্য তা নিয়ে কোনও মন্তব্য করতে রাজি ননি। কৌশলি জবাব দিয়ে তিনি বলেন, ‘‘সিনিয়রদের দায়িত্ব বেশি এ কথা ঠিক, কিন্তু খেলবে তো ১১ জন। শুধু পাঁচ জন খেলোয়াড়ই যদি খেলেন, তা হলে বাকি ৬ জনের কাজ কী? সবাই মিলে ভাল খেলেই জিততে হবে।’’

এর আগে নেপিয়ারে দু’বার এসে খেলে গিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘‘খেলার স্মৃতি এখানে ভাল নয়। কারণ সে খেলাগুলোতেও আমরা জিততে পারিনি।’’ তা সত্ত্বেও এ বার নেপিয়ারে জিততে চান বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি খেলোয়াড়। তাঁর কথায়, ‘‘নেপিয়ারের মাঠ ছোট। তাই যে যখন সুযোগ পাবে সে যদি ঠিক মতো খেলে, তা হলে তার বড় ইনিংস খেলার চেষ্টা করা উচিত। মাঠ ছোট হওয়াতে আমাদের যা শক্তিসামর্থ্য তাই নিয়ে খেললেই হবে।’’ এর পরেই তাঁর সংযোজন, ‘‘আমাদের দলে মুস্তাফিজ ছাড়া এমন কেউ নেই যে একাই একটা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।’’

মুশফিকের অনুপস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘‘মুশফিক ৮-১০ বছর ধরে দলে আছেন। দলে তার নিজস্ব জায়গা রয়েছে। মুশফিক নেই এ কথা মাথায় রেখে জিততে হলে আমাদের সবাই মিলে ভাল খেলতে হবে। বাংলাদেশ যে খেলাগুলোতে জিতেছে সেগুলোয় ৫-৬ জন ভাল পারফর্ম করেছেন। ভাল বল করেছেন ২-৩ জন। আবার ২-৩ জন ব্যাটসম্যান লম্বা ইনিংস খেলেছেন। জিততে হলে এ ভাবে সবাই মিলে পারফর্ম করতে হবে। এর কোনও বিকল্প নেই।’’

নিউজিল্যান্ডের উইকেট-আবহাওয়া নিয়ে ভাবছেন না সাকিব। তিনি বলেন, ‘‘এখনও পর্যন্ত আমরা ভাল উইকেট পেয়েছি। হয়তো ভাল খেলতে পারিনি। সে ভাবে উইকেট যদি পাই জিততে হলে ১৭০-১৮০ বা এর বেশি করতে পারি তা হলে জয় অসম্ভব নয়। এখানেও জিততে হলে হয়তো বড় রান পেরোতে হবে। টি-টোয়েন্টি ম্যাচে বিশেষ সময়-মুহূর্তকে কাজে লাগিয়ে জিততে হয়। জিততে হলে আমাদের এ বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর আমরা যত বার নিউজিল্যান্ড এসেছি এ বারেই সবচেয়ে ভাল আবহাওয়া পেয়েছি। এত দিন ধরে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে সময় পার করে কন্ডিশন নিয়ে আমাদের কারও মনেই কোনও অসন্তুষ্টি থাকার কথা নয়।’’ সাকিব আরও বলেন, ‘‘আমরা এখানে ম্যাচের পুরো ২০ ওভারই খেলতে চাই। বৃষ্টির কারণে যদি ওভার কমানো হয় তখন কোচ-ক্যাপ্টেন মিলে পরবর্তী কৌশল ঠিক করবেন।’’

অন্য বিষয়গুলি:

Shakib Al Hasan Bangladesh vs New Zealand T20
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE