Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Daniil Medvedev

অস্ট্রেলিয়ান ওপেনে রবিবার জোকোভিচের সামনে ফাইনালে মেদভেদেভ

শেষ চারে চতুর্থ বাছাই রাশিয়ার মেদভেদেভ ৬-৪, ৬-২, ৭-৫ গেমে জেতেন।

স্তেফানোস সিতসিপাসকে হারিয়ে ফাইনালে জোকোভিচের সামনে মেদভেদেভ।

স্তেফানোস সিতসিপাসকে হারিয়ে ফাইনালে জোকোভিচের সামনে মেদভেদেভ। ছবি - টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২১ ২০:১০
Share: Save:

এবারের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নোভাক জোকোভিচকে খেলতে হবে দানিল মেদভেদেভের সঙ্গে। শুক্রবার মেদভেদেভ সেমিফাইনালে হারান স্তেফানোস সিতসিপাসকে।

শেষ চারে চতুর্থ বাছাই রাশিয়ার মেদভেদেভ ৬-৪, ৬-২, ৭-৫ গেমে জেতেন। পঞ্চম বাছাই গ্রিসের সিতসিপাসের বিরুদ্ধে তাঁর জিততে সময় লাগে ২ ঘণ্টা ৯ মিনিট। জোকোভিচ বৃহস্পতিবারই ফাইনালে উঠে গিয়েছিলেন। শীর্ষ বাছাই জোকোভিচ ৬-৩, ৬-৪, ৬-২ গেমে হারান যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা রাশিয়ার আসলান কারাতসেভকে।

পুরুষদের ফাইনাল ম্যাচ রবিবার। তার আগে শনিবার মহিলাদের সিঙ্গলসের ফাইনাল। এই ম্যাচে মুখোমুখি হচ্ছেন তৃতীয় বাছাই জাপানের নেয়োমি ওসাকা ও ২২ নম্বর বাছাই আমেরিকার জেনিফার ব্র্যাডি।

শুক্রবার মহিলাদের ডাবলসে চ্যাম্পিয়ন হন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেইসিকোভা ও ক্যাটেরিনা সিনিয়াকোভা। তৃতীয় বাছাই এই জুটি ৬-২, ৬-৩ গেমে উড়িয়ে দেন দ্বিতীয় বাছাই বেলডিয়ামের এলিসে মার্টেনস ও বেলারুশের আরিনা সাবালেঙ্কাকে।

অন্য বিষয়গুলি:

Novak Djokovic tennis australian open Daniil Medvedev
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy