স্প্যানিশ কোচ আন্তোনিও হাবাস দল ছাড়ায় আইএসএল-তিনে তাদের ফ্র্যাঞ্চাইজির বিপণনের জন্য কোনও বড় নাম খুঁজছিল আটলেটিকো দে কলকাতা। সেই চেষ্টা সফল। আসন্ন আইএসএলে সাদা-লাল জার্সি গায়ে খেলবেন ২০১০ বিশ্বকাপের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট দিয়েগো ফোরলান।
উরুগুয়ের তারকা ফুটবলারের সঙ্গে আটলেটিকো কলকাতার কথাবার্তা কার্যত শেষ হয়ে যায় মাসখানেক আগে। টাকাপয়সা চূড়ান্ত হয়ে যাওয়ার পরেও ফোরলান ছুটিতে থাকায় সই করেননি। তাই কর্তারা স্বীকার করতে চাননি তিনিই হবেন এটিকের নতুন মার্কি। কিন্তু মাদ্রিদ থেকে তাঁর ঘনিষ্ঠমহল জানিয়েছে, ফোরলান চুক্তিতে সই করে দিয়েছেন।
ফোরলান গত বছরও উরুগুয়ের বিখ্যাত ক্লাব পেনারলে চুটিয়ে খেলেছেন। এ ছাড়া আটলেটিকো মাদ্রিদের জার্সিতেও অতীতে সাফল্যের সঙ্গে খেলায় তাঁকে মার্কি নির্বাচিত করতে দু’বার ভাবেননি এটিকে কর্তারা।
সূত্রের খবর, কলকাতা দলের মোট বাজেটের প্রায় এক চতুর্থাংশ টাকা পাচ্ছেন প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড স্ট্রাইকার। কলকাতা কর্তারা অবশ্য এখনও মৃদু ভাবে অস্বীকার করছেন ফোরলানের সইয়ের খবর। তবে ‘এখনও হয়নি’ বলার পরেও ফোনে হাসছেন তাঁরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy