এটিকে মোহনবাগান ফাইল চিত্র
এএফসি কাপ খেলতে হয়তো মলদ্বীপ যাচ্ছে না এটিকে মোহনবাগান। শনিবারই শেখ সাহিল ও প্রবীর দাস করোনা আক্রান্ত হন। আক্রান্ত হয়েছেন দলের সঙ্গে থাকা আরও একজন। মা করোনা আক্রান্ত হওয়ায় গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য এএফসি কাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। দলের সঙ্গে যোগ দিতে পারছেন না রয় কৃষ্ণ বা ডেভিড উইলিয়ামসের মতো বিদেশি ফুটবলাররাও। সোমবার মলদ্বীপ উড়ে যাওয়ার কথা থাকলেও ফুটবলারদের পেতে সমস্যায় পড়ছে এটিকে মোহনবাগান।
ভারতে ভয়াবহ করোনা পরিস্থিতির জন্য বিভিন্ন দেশ ভারতের সঙ্গে বিমান যোগাযোগ ছিন্ন করেছে। তাই বিদেশি ফুটবলারদের পাওয়া যাবে না। এই কথা জানিয়ে এএফসিকে আগেই চিঠি লিখেছিল এটিকে মোহনবাগান। তাঁদের অনুরোধ ছিল কিছুদিন পরে যাতে এই প্রতিযোগিতা আয়োজন করা যায়। তবে তা মানতে চাননি এএফসি কর্তারা।
এর মধ্যেই একের পর এক ফুটবলার করোনা আক্রান্ত হতে থাকায় দল গঠনের ক্ষেত্রেও সমস্যা দেখা যাচ্ছে। সেই কারণেই হয়ত দল না পাঠানোর সিদ্ধান্ত নিতে পারেন এটিকে মোহনবাগান কর্তারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy