সোনার পদক হাতে সৌরভ। মঙ্গলবার পালেমবাঙ্গে। ছবি: রয়টার্স।
১৬ বছর বয়সেই গলায় এশিয়াডের সোনার পদক। পঞ্চম ভারতীয় শুটার হিসেবে এশিয়ান গেমসে সোনাজয়ী সৌরভ চৌধরি পড়ে একাদশ শ্রেণিতে। মাত্র তিন বছর আগে শুটিংকে বেছে নেওয়া। আর বছর তিনেক পরে এশিয়াডের পোডিয়ামে তাঁর গলায় সোনায় পদক। অবিশ্বাস্য হলেও সত্যি!
এর আগে এশিয়ান গেমসের শুটিংয়ে সোনা জিতেছেন ভারতের যশপাল রানা, রনধীর সিংহ, জিতু রাই ও রঞ্জন সোধি। কিন্তু, এত কম বয়সে সৌরভও সোনা জিতবে, তা অনেকেরই কল্পনাতে আসেনি। যদিও কয়েক মাস আগে জার্মানিতে হওয়া জুনিয়র বিশ্বকাপে সৌরভ ভেঙেছিল বিশ্বরেকর্ড। পালেমবাঙ্গে তাঁর সোনাও এল নয়া গেমস রেকর্ড গড়ে।
মিরাটের কাছে কালিনা গ্রামের চাষীর ছেলে সৌরভ। মিরাট থেকে ৫৩ কিমি দূরে বাঘপতের কাছে বেনোলিতে অমিত শেওরানের একাডেমিতে শুটিংয়ের হাতেখড়ি হয়। বাড়িতে থাকলে চাযের কাজে বাবাকে সাহায্য করাই রুটিন। সোনা জেতার পর সৌরভ বলেছে, “আমি চাষ করতে ভালবাসি। যদিও ট্রেনিংয়ের ফাঁকা অবসর বলতে কিছু মেলে না। তবে যখনই সময় পাই, চলে যাই কালিনা গ্রামে। সাহায্য করি বাবাকে।”
অর্থ্যাত্, সোনার ছেলে এখনও সময় পেলেই চলে যায় খেতে। চাষের কাজে লাগায় হাত। চাষের খেত থেকে এশিয়ান গেমসের পোডিয়াম, অনেক পথ পাড়ি পেরিয়ে এসেছে সে !
MOMENTS like these!
— OGQ (@OGQ_India) August 21, 2018
16 year old #SaurabhChaudhary makes the entire nation proud winning the GOLD🥇in 10m AP Men.
Goosebumps as the Tricolor is raised the highest 🇮🇳 🤩
Congrats @Media_SAI #TOPS @OfficialNRAI on great work! OGQ is proud to support Saurabh.#AsianGames2018 pic.twitter.com/aoAVnYbSz8
আরও পড়ুন: নিখুঁত নিশানায় লক্ষ্যভেদ, এশিয়াডে তৃতীয় সোনা ষোল বছরের সৌরভের
আরও পড়ুন: নিজেকেই জন্মদিনের উপহার দিলেন বিনেশ
(অলিম্পিক্স, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস হোক কিংবা ফুটবল বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ - বিশ্ব ক্রীড়ার মেগা ইভেন্টের সব খবর আমাদের খেলা বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy