বল হাতে প্রথম থেকেই এই বার্তা দিয়ে দিয়েছিলেন বাংলাদেশের বোলাররা, জেতা অত সহজ হবে না। হয়ওনি। ইউএইকে উড়িয়ে এশিয়া কাপের প্রথম জয় তুলে নিয়েছেন মাশরাফিরা। যেখানে জোড়া উইকেট নিয়েছে মুস্তাফিজুর, মোর্তাজা, তাসকিন ও মাহমুদুল্লাহ। প্রথমে ব্যাট করে সংযুক্ত আরব আমিরশাহির সামনে ১৩৪ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল বাংলাদেশ। যদিও ব্যাট হাতে বাংলাদেশকে মিঠুন ও মাহমুদুল্লাহ ছাড়া আর কেউ ভরসা দিতে পারেননি। এদিন ব্যাট ও বল হাতে বাংলাদেশকে সাফল্য এনে দিলেন মাহমুদুল্লাহ। একটি করে উইকেট পেলেন আল আমিন ও সাকিব। নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই গুটিয়ে গেল সংযুক্ত আরব আমিরশাহির ইনিংস। ১৭.৪ ওভারে মাত্র ৮২ রানই তুলতে পারল তারা। সহজেই জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। সঙ্গে এল এশিয়া কাপে ঘরের মাঠে প্রথম জয়।
• ৫১ রানে ম্যাচ জিতে নিল বাংলাদেশ।
• শেষ উইকেটটি নিলেন তাসকিন।
• ১৭.৪ ওভারে ৮২ রানে অল আউট সংযুক্ত আরব আমিরশাহি।
• ১৬ ওভারে ইউএই ৭৯/৯।
• নবম উইকেট ইউএইর। অনেক চেষ্টার পর ৩০ রান করে আউট হলেন মহম্মদ উসমান। বোল্ড হলেন তাসকিন আহমেদের বলে।
• ৩৬ বলে ৭০ রান দরকার ইউএইর। হাতে রয়েছে ২ উইকেট।
• ১৪ ওভারে ইউএই ৬৪/৮।
• মাহমুদুল্লাহর বলে মাশরাফিকে ক্যাচ দিয়ে আউট হলেন সাকলিন।
• এবার মাত্র ২ রান করে ফিরলেন সাকলিন হায়দার।
• অষ্টম উইকেট হারাল ইউএই।
• কোনও রান না করেই সাকিবের বলে স্ট্যাম্প আউট হলেন ফাহাদ তারিক।
• সপ্তম উইকেট ইউএইর।
• ৫৪ বলে আরবকে করতে হবে ৮৯ রান। হাতে রয়েছে ৪ উইকেট।
• ১১ ওভারে ইউএই ৪৫/৬।
• মাহমুদুল্লাহর বলে হিট উইকেট হলেন তিনি।
• আমজাদ জাভেদ আউট হলেন ৩ রান করে।
• ষষ্ঠ উইকেট সংযুক্ত আরব আমিরশাহির।
• ইতিমধ্যেই বাংলাদেশের হয়ে দুটো করে উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজুর রহমান ও মাশরাফি মোর্তাজা।
• ১০ ওভারে ইউএই ৪৪/৫।
• ৯ ওভারে্ আরব ৪১/৫।
• ৭.৩ ওভারে আরব ৩৪/৫।
• এসেই মুস্তাফিজুর রহমানের বলে মোর্তাজাকে ক্যাচ দিয়ে আউট হলে পাটিল।
• পঞ্চম উইকেট ইউএইর।
• ১২ রান করে মুস্তাফিজুরের বলে তাঁকেই ক্যাচ দিয়ে আউট হলেন মহম্মদ শাহজাদ।
• চতুর্থ উইকেট ইউএইর।
• ১২ রানে ব্যাট করছেন মহম্মদ শাহজাদ।
• শাইমান আনোয়ার আউট হলেন ১ রানে।
• ব্যাটে রান না পেলেও মাশরাফি ইতিমধ্যেই তুলে নিয়েছেন জোড়া উইকেট।
• তৃতীয় উইকেট ইউএইর।
• ৫ ওভারে ইউএই ২৫/২।
• মোর্তাজার বলে মুস্তাফিজুরকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন রোহন মুস্তাফা।করলেন ১৮ রান।
• দ্বিতীয় উইকেট আরবের।
• ৪ ওভারে বাংলাদেশ ২০/১।
• ১০ রানে ব্যাট করছেন মুস্তাফা।৫ রানে শাহজাদ।
• ২.৪ ওভারে ইউএই ৫/১।
• ভারতকে সমস্যায় ফেলা আল আমিনের বলে মোর্তাজাকে ক্যাচ দিয়ে আউট হলেন কালিম।
• শুরুতেই কোনও রান না করে প্যাভেলিয়নে ফিরলেন মুহাম্মদ কালিম।
• ব্যাটিং শুরু ইউএইর।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া ইউএই কিন্তু বল হাতে বেগ দিল বাংলাদেশকে। ঘরের মাঠে কোনও ব্যাটসম্যানই বড় রানের ইনিংস খেলতে পারলেন না। একমাত্র ৪৭ রান করলেন ওপেনার মহম্মদ মিঠুন। এর পর ৩৬ রান করে অপরাজিত থাকলেন মাহমুদুল্লাহ। কিন্তু পর পর উইকেটে একটা সময় সমস্যায় পরে যাওয়া বাংলাদেশের ব্যাটসম্যানরা শেষ পর্যন্ত লড়াই করে দলগত রান ১৩৩ এ নিয়ে যেতে সমর্থ হল ঠিকই কিন্তু স্বস্তি এল না । কারণ বল হাতে একই রকম ভাবে জ্বলে উঠতে হবে বোলারদের। তবেই আটকানো যাবে ইউএইকে। জিততে হলে এখন ভরসা বোলাররা। প্রথম ম্যাচে ভারতকে বল হাতে বেগ দিয়েছিলেন আল আমিনরা। আবার তাঁদের জ্বলে ওঠার পালা।
• নির্ধারিত ওভারের শেষে বাংলাদেশ ১৩৩/৮।
• ১ রান করে রান আউট হলেন তাসকিন আহমেদ।
• অষ্টম উইকেট বাংলাদেশের।
• ১৮ ওভারে বাংলাদেশ ১১৪/৭।
• কোনও রান না করে এবার প্যাভেলিয়নে ফিরলেন অধিনায়ক মাশরাফি মোর্তাজা।
• সপ্তম উইকেট বাংলাদেশের।
• কোনও রান না করেই এবার আউট হলেন নুরুল হাসান।
• ১৮ ওভারে বাংলাদেশ ১১৩/৬।
• ১৩ বলে ১৩ রান করে আমজাদ জাভেদের বলে বোল্ড হলেন সাকিব।
• দলের হাল ধরতে পারলেন না সাকিব আল হাসানও।
• পঞ্চম উইকেট বাংলাদেশের।
• ১৭ ওভারে বাংলাদেশ ১১০/৪।
• ১০০ রান বাংলাদেশের।
• ৮ বলে মাত্র ৪ রান করলেন তিনি। মহম্মদ নাভেদের বলে রহিমের ক্যাচ নিলেন পাতিল।
• এসেই প্যাভেলিয়নে ফিরলেন মুস্তাফিকুর রহিম।
• চতুর্থ উইকেট গেল বাংলাদেশের।
• ১২ ওভারে বাংলাদেশ ৮৩/৩।
• ৪১ বলে ৪৭ রান করে রান আউট হলেন তিনি।
• এবার প্যাভেলিয়নে ফিরলেন মোহম্মদ মিঠুন।
• বাংলাদেশের তৃতীয় উইকেট তুলে নিল ইউএই।
• ১০ ওভারে বাংলাদেশ ৭৪/২।
• ৬ রান করে মুস্তাফার বলে ফাহাদকে ক্যাচ দিয়ে আউট হলে সাবির রহমান।
• দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ।
• ৫০ রান বাংলাদেশের।
• ১৪ বলে ২১ রান করলে সৌম্য।
• মহম্মদ শাহজাদের বলে তাঁকেই ক্যাচ দিয়ে ফিরলেন সৌম্য সরকার।
• বাংলাদেশের প্রথম উইকেট তুলে নিল আরব।
• ১০ রানে মিঠুন ও ১২ রানে সৌম্য ব্যাট করছেন।
• ৪ওভারে বাংলাদেশ ২২/০।
• ৩ ওভারে বাংলাদেশ ১৬/০।
• প্রথম ওভার শেষে বাংলাদেশ ৩/০।
• বাংলাদেশের হয়ে ব্যাট করতে ক্রিজে রয়েছেন মহম্মদ মিঠুন ও সৌম্য সরকার।
• খেলা শুরু।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নিল সংযুক্ত আরব আমিরশাহি। প্রথম ম্যাচে ভারতের কাছে লড়াই করেও হারতে হয়েছে। এমন অবস্থায় ঘরের মাঠে আরব আমিরশাহির মতো দলকে হারিয়ে জয়ে ফিরতে মরিয়া সাকিবরা। তার জন্য প্রস্তুতিও সেরে ফেলেছে পুরো দল। সাকিবের যে ক্যাচ ফেলা নিয়ে তোলপাড় হয়েছিল বাংলাদেশ ক্রিকেট থেকে সংবাদ মাধ্যম তাও আপাতত ঠান্ডা। সাকিবের সামনেও সেই ভুল থেকে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ। সঙ্গে ব্যাট ও বল হাতে পুরো দলের সামনে জয়ের ফেরার লড়াই। সঙ্গে ইউএই-ও চাইবে প্রথম জয় ছিনিয়ে নিতে।
আরও খবর
সতর্ক বাংলাদেশ, হুঙ্কার আমিরশাহির
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy