Advertisement
০২ নভেম্বর ২০২৪

দিন্দা মোহনবাগানে

স্থানীয় ক্রিকেটে বেশ কয়েক বছর ধরে কালীঘাটে খেলতে দেখা যেত তাঁকে। কিন্তু এ বার আর দেখা যাবে না। দীর্ঘ দিন পর কালীঘাট ছেড়ে এ বার মোহনবাগান খেলতে চলেছেন বাংলার পেসার অশোক দিন্দা। এ বারই প্রথম মোহনবাগানের হয়ে খেলবেন দিন্দা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৬ ০৪:১৩
Share: Save:

স্থানীয় ক্রিকেটে বেশ কয়েক বছর ধরে কালীঘাটে খেলতে দেখা যেত তাঁকে। কিন্তু এ বার আর দেখা যাবে না। দীর্ঘ দিন পর কালীঘাট ছেড়ে এ বার মোহনবাগান খেলতে চলেছেন বাংলার পেসার অশোক দিন্দা।

এ বারই প্রথম মোহনবাগানের হয়ে খেলবেন দিন্দা। ক্লাবের সঙ্গে কথাবার্তা, চুক্তি চূড়ান্ত। সোমবার মোহনবাগানের ক্রিকেট সচিব সম্রাট ভৌমিক বললেন, ‘‘দিন্দার ইচ্ছে ছিল মোহনবাগান খেলার। আমাদেরও ইচ্ছে ছিল ওকে খেলানোর।’’ দিন্দা যোগ দেওয়ার পর স্থানীয় ক্রিকেটে শক্তিশালী দল গড়ার দিকে মোহনবাগান। কালীঘাট থেকে তিন জনকে এ বার তারা তুলে নিল। অশোক দিন্দা, অলরাউন্ডার সায়নশেখর মণ্ডল ছাড়াও তারা নিয়েছে এই মুহূর্তে বঙ্গ ব্যাটিংয়ের সেরা সম্ভাবনা সুদীপ চট্টোপাধ্যায়কে।

অন্য বিষয়গুলি:

Ashok Dinda Mohunbagan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE