দুশ্চিন্তা: ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে প্রথমার্ধেই তিন গোলে পিছিয়ে পড়ার পরে আর্সেন ওয়েঙ্গার। ছবি: এএফপি।
ম্যাঞ্চেস্টার সিটি-র বিরুদ্ধে ফের আর্সেনালের হারের পরে আর্সেন ওয়েঙ্গারের বিদায়ঘণ্টার ধ্বনি ক্রমশ তীব্র হচ্ছে।
৩৩ মিনিটের মধ্যেই বের্নার্দো সিলভা, দাভিদ সিলভা এবং লেরয় সানের গোলে ৩-০ এগিয়ে গিয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি। গোটা ম্যাচে ১০টা গোলমুখী শট নিলেও আর ঘুরে দাঁড়াতে পারেনি আর্সেনাল। ঘরের মাঠে এই হারে আর্সেনালের সমর্থকদের দলের উপর বিশ্বাসটাও যে ধীরে ধীরে তলানিতে পৌঁছে যাচ্ছে সেটাও বোঝা গিয়েছে স্টেডিয়ামে প্রচুর দর্শকাসন ফাঁকা থাকায়।
বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগে এই হতশ্রী হারের পরে অবশ্য হতাশ হলেও ভেঙে পড়ছেন না কিংবদন্তি ফরাসি কোচ। ‘‘আমরা ব্যর্থতা নিয়ে না ভেবে পরের ম্যাচে ফোকাস করতে চাই। যে ভাবে আজ চেষ্টা করেছি জেতার, সেই চেষ্টাটাই ধরে রাখতে হবে।’’ বলেন ওয়েঙ্গার। সঙ্গে যোগ করেন, ‘‘এই মুহূর্তে দেশের সেরা দলটার বিরুদ্ধে দু’বার আমাদের মুখোমুখি হতে হল। কাজটা এ বারও সহজ ছিল না। তার উপরে প্রথম বার ওদের বিরুদ্ধে ভাল পারফর্ম করতে পারিনি। তবে আমাদের দলের ক্ষমতা আছে ভাল খেলার, সেটা আমরা দেখিয়ে দিতে চাই।’’
এই নিয়ে প্রিমিয়ার লিগে গত ছ’টা ম্যাচের চারটেতেই হারল গানার্সরা। ওয়েঙ্গারও স্বীকার করে নিয়েছেন দলে এখন আত্মবিশ্বাসের অভাব রয়েছে। ‘‘আমাদের একত্রিত থাকতে হবে এই সময়, তবে সেটা খুব কঠিন। মাথায় রাখতে হবে আত্মবিশ্বাস হল এমন একটা জিনিস যা সিড়িতে উপরে ওঠার মতো বাড়ে আর কমতে থাকে লিফটে নীচে নামার মতো। আর্সেনালের জার্সিতে খেলতে গেলে আত্মবিশ্বাসের সেই জায়গাটা থাকতে হবে,’’ বলেছেন ফরাসি কোচ।
ব্যাপারটার আরও ব্যাখাও দিয়েছেন তিনি। ‘‘যখন ফুটবলারের আত্মবিশ্বাসের অভাব থাকে তখন সবার আগে যেটায় প্রভাব পড়ে সেটা হল মাঠে তার নড়াচড়া। যেটা খুব গুরুত্বপূর্ণ। এই ম্যাচটাতেই সেটা ভাল করেই বোঝা গিয়েছে।’’ সঙ্গে তিনি আরও জুড়ে দেন, ‘‘সিটি যে ভাল দল সেটা আমি অস্বীকার করছি না, তবে আমরাও একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা অবশ্য ফুটবলের অঙ্গ। আমাদের একজোট থাকতে হবে, পরের ম্যাচে ফোকাস করতে হবে।’’
খারাপ সময়ে অবশ্য ওয়েঙ্গার পাশে পাচ্ছেন তাঁর বিপক্ষ দলের ম্যানেজারকে। পেপ গুয়ার্দিওলা। তিনি বলেছেন, ‘‘আর্সেনের সঙ্গে আমি তো এই প্রথম লড়ছি না। ওর আগে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখে থাকার সময়ও আমাদের দ্বৈরথ হয়েছে। উনি জানেন আমি ওঁর কতটা প্রশংসা করি। উনি এত অভিজ্ঞ এই সময়ে কী করতে হয় উনি জানেন। আশা করি ঠিক সিদ্ধান্তটাই নেবেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy