অলিম্পিক্সে যাওয়ার আগে মেক্সিকোতে অনুশীলন ম্যাচ খেলছিল আর্জেন্তিনা ফুটবল দল। শুক্রবারই ছিল শেষ ম্যাচ। মেক্সিকোর সঙ্গে সেই ম্যাচ গোলশূন্য ভাবেই শেষ হয় আর্জেন্তিনার। এর পরই দুই দেশেরই উড়ে যাওয়ার কথা রিওতে। কিন্তু ম্যাচ শেষে হোটেলে ফিরে আর্জেন্তিনার ফুটবলাররা দেখেন ঘর থেকে খোয়া গিয়েছে অনেক মূল্যবান জিনিস। আর্জেন্তিনা ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ক্লডিও তাপিয়া বলেন, ‘‘আমরা খেলা শেষে রাত ১১.৪০ এ হোটেলে ফিরি। হোটেলে সবাই যে যার ঘরে চলে যাই। তারপরই সবাই লক্ষ্য করে ঘর থেকে খোয়া গিয়েছে অনেক গুরুত্বপূর্ণ ও মূল্যবান জিনিস। সব থেকে যেটা অবাক করেছে সেটা হল হোটেল কর্তৃপক্ষ সিসিটিভি ক্যামেরায় দেখেছে কে চোর। কিন্তু তাঁকে তাঁরা সামনে আনছে না।’’
অলিম্পিক্সে যাওয়ার আগে এই ঘটনায় স্বভাবতই হতাশ আর্জেন্তিনা শিবির। টাকার সঙ্গে খোয়া গিয়েছে একাধিক এলেকট্রনিক্স জিনিস। তবে টাকার পরিমান কত সেটা পরিষ্কার করে জানায়নি আর্জেন্তিনা শিবির। পাশাপাশি ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় প্রশাসন ও হোটেলের ব্যবহার নিয়েও। তাপিয়া বলেন, ‘‘যখন আমরা চুরির রিপোর্ট লেখাতে যাই তখনও আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। অসম্মান করা হয়। যতক্ষণ না পুরো ব্যাপারটি মিটছে ততক্ষণ পর্যন্ত আমরা মেক্সিকো ছেড়ে যাব না। ইন্সিওরেন্স সংস্থা বা মেক্সিকো ফুটবল ফেডারেশনকে লিখিতভাবে জানাতে হবে আমাদের যা খোয়া গিয়েছে তা আমরা ফেরৎ পাব।’’
আরও খবর
বোল্ট বজ্রপাত: তিনটে সোনা নিয়েই ফিরব
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy