আন্তোনিও কন্তে। ছবি: এএফপি
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মিলানের বিরুদ্ধে হেরে মরসুম শুরু হওয়ার আগেই নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়লেন আন্তোনিও কন্তে!
শনিবার সিঙ্গাপুরে ১-২ গোলে হারের পর গত মরসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসির ম্যানেজার বলেছেন, ‘‘জোসে মোরিনহোর কোচিংয়ে ২০১৫ সালে ইপিএল জিতেছিল চেলসি। কিন্তু পরের মরসুমেই মুখ থুবড়ে পড়ে দল। এর জন্য চাকরি খোয়াতে হয়েছিল ‘দ্য স্পেশ্যাল ওয়ান’কে। ইপিএলে দশম স্থানে শেষ করেছিল চেলসি। আমি চাই না তার পুনরাবৃত্তি হোক।’’ শুধু মোরিনহো নন, লেস্টার সিটিকে প্রথমবার চ্যাম্পিয়ন করার পরেও ক্লদিও রেনিয়েরি বরখাস্ত হওয়ার ঘটনাও মনে পড়ে গিয়েছে তাঁর। কন্তে বলেছেন, ‘‘রেনিয়েরিকেও সরে যেতে হয়েছিল ব্যর্থতার দায় নিয়ে। তাই আমাদের এ বার অনেক বেশি সতর্ক থাকতে হবে।’’
আলভারো মোরাতা-কে প্রথম একাদশে রেখে ৩-৪-৩ ফর্মেশনে ইন্টার মিলানের বিরুদ্ধে দল নামিয়েছিলেন কন্তে। কিন্তু ইতালির দলটির বিরুদ্ধে কখনওই চেনা মেজাজে পাওয়া যায়নি চেলসি ফুটবলারদের। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে স্তেভান জোভেচিচ গোল করে এগিয়ে দেন ইন্টার মিলানকে। ৫৩ মিনিটে ব্যবধান বাড়ান ইভান পেরিসিচ। ৭৪ মিনিটে ইন্টার মিলানের মিডফিল্ডার জিওফ্রে কোনদোগবিয়া আত্মঘাতী গোল করেন।
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে কন্তে বলেছেন, ‘‘আমাদের দলে এ বাহর প্রচুর তরুণ ফুটবলার। ওদের আরও সময় দিতে হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy