নোভাক জকোভিচ যাঁর কাছে সেমিফাইনালে হেরে মেজাজ হারিয়ে র্যাকেট ভেঙেছিলেন, সেই রবের্তো বাউতিস্তাকে হারিয়ে সাংহাই মাস্টার্স খেতাব জিতলেন অ্যান্ডি মারে। যে জয়ে ঊনত্রিশ বছরের ব্রিটিশ তারকা আরও এগিয়ে গেলেন এক নম্বরের সিংহাসনের দিকে। এ বছরটা অন্যতম সেরা কাটছে মারের। মরসুমে নিজের ষষ্ঠ ট্রফি জিতলেন। এর পর ভিয়েনা আর প্যারিসেও জিতলে জকোভিচকে সিংহাসনচ্যুত করে দখল নিতে পারেন এক নম্বরের। যদি না জকোভিচ প্যারিসের ফাইনালে ওঠেন। বিগ ফোর-এর বাকি তিন জনের চেয়ে ব্যক্তিগত আবেদন মারে পিছিয়ে। তবে দুর্ধর্ষ ফর্মে আছেন অলিম্পিক্স চ্যাম্পিয়ন। তিন গ্র্যান্ড স্ল্যামে ফাইনালিস্ট। পুরনো কোচ ইভান লেন্ডল ফেরার পর আবার জিতেছেন উইম্বলডন। জকোভিচের আচমকা ফর্ম হারানো, ফেডেরারের চোট এবং নাদালের ফেরার লড়াই মারের কাজ সহজ করেছে। বিগ ফোরের সর্বশেষ সদস্য হিসাবে মারেকে এক নম্বরে দেখার অপেক্ষায় এখন টেনিসবিশ্ব।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy