মহম্মদ আল আমনা।
মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের চার মিনিটে হাঁটুতে চোট পেয়ে তাঁর উঠে যাওয়াকেই বিপর্যয়ের কারণ বলে মনে করছেন অনেকে। আই লিগ ডার্বির চার দিন পরেই সেই মহম্মদ আল আমনাই কিছুটা স্বস্তি ফেরালেন লাল-হলুদ শিবিরে। সপ্তাহ দু’য়েক বিশ্রাম নিলেই সুস্থ হয়ে উঠবেন ইস্টবেঙ্গল মিডফিল্ডার। অস্ত্রোপচারের প্রয়োজন নেই।
চব্বিশ ঘণ্টা আগে সমর্থকদের বিক্ষোভের জেরে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ইস্টবেঙ্গল মাঠ। বুধবার সকালে বারাসত স্টেডিয়ামে অনুশীলন করান খালিদ জামিল। অধিনায়ক অর্ণব মণ্ডল অবশ্য গার্সিয়া মিরান্দার কাছে শুধু ফিটনেস ট্রেনিং করেন। এ দিনই অনুশীলনে যোগ দেন অভিমান ভুলে প্রত্যাবর্তন ঘটানো ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক ও কোচ মনোরঞ্জন ভট্টাচার্য। রক্ষণের ভুলেই প্রত্যেকটা ম্যাচে গোল খেয়েছে ইস্টবেঙ্গল। প্রথম দিনই ফুটবলারদের সঙ্গে আলাদা করে কথা বলেছেন তিনি। এ ছাড়া কথা বলেছেন কোচের সঙ্গে। মনোরঞ্জন বলেছেন, ‘‘সবারই খারাপ সময় আসে। তবে খালিদ শুরুটা ভাল করেছিল। ওর উপর ভরসা রাখতে হবে।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘ফুটবলারদের সঙ্গে কথা বলেছি। তবে ওরা বুঝতে পেরেছে আমার কথা, তা এখনই বলতে পারব না। ভুলভ্রান্তি কী হচ্ছে তা নোট করেছি।’’
মনোরঞ্জন অবশ্য মনে করেন না, আমনার চোট ডার্বিতে হারের একমাত্র কারণ। তিনি বলেছেন, ‘‘আমনার মাঠে না থাকাটা হারের অন্যতম কারণ। কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে হারের একমাত্র কারণ আমনার চোট, আমি তা কখনওই মনে করি না।’’
ইস্টবেঙ্গলের পরের ম্যাচ ৩০ জানুয়ারি আই লিগের শীর্ষে থাকা মিনার্ভা এফসি-র বিরুদ্ধে। এই ম্যাচের উপর অনেকটাই নির্ভর করছে, লাল-হলুদের ভবিষ্যৎ। কারণ, এ দিন লাজং এফসি ২-০ হারিয়ে দিয়েছে দ্বিতীয় স্থানে থাকা নেরোকা এফসি-কে।
খালিদ বলছেন, ‘‘অতীত নিয়ে আর ভাবছি না। আমাদের এখন সামনের দিকে তাকাতে হবে। মিনার্ভা এফসি-র বিরুদ্ধে ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিতলে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে।’’ সঙ্গে অবশ্য যোগ করেছেন, ‘‘কোনও বিশেষ ম্যাচ নয় একমাত্র লক্ষ্য আই লিগ চ্যাম্পিয়ন হওয়া।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy