Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Akila Dananjaya

শ্রীলঙ্কার অফস্পিনার আকিলা ধনঞ্জয়ের অ্যাকশন নিয়ে উঠল প্রশ্ন

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রকাশিত প্রেস রিলিজ অনুসারে ২৫ বছর বয়সীকে দুই সপ্তাহের মধ্যে পরীক্ষায় বসতে হবে অ্যাকশন নিয়ে। তবে ওই টেস্টের রিপোর্ট প্রকাশিত না হওয়া পর্যন্ত খেলতে পারবেন তিনি।

অ্যাকশন নিয়ে পরীক্ষায় বসতে হবে আকিলা ধনঞ্জয়কে। ছবি: রয়টার্স।

অ্যাকশন নিয়ে পরীক্ষায় বসতে হবে আকিলা ধনঞ্জয়কে। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৮ ১৭:২৯
Share: Save:

শ্রীলঙ্কার অফস্পিনার আকিলা ধনঞ্জয়ের অ্যাকশন নিয়ে উঠল প্রশ্ন। ইংল্যান্ডের বিরুদ্ধে গলে প্রথম টেস্টে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ম্যাচ অফিসিয়ালরা।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রকাশিত প্রেস রিলিজ অনুসারে ২৫ বছর বয়সীকে দুই সপ্তাহের মধ্যে পরীক্ষায় বসতে হবে অ্যাকশন নিয়ে। তবে ওই টেস্টের রিপোর্ট প্রকাশিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারবেন তিনি।

প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ২১১ রানে হারিয়েছে ইংল্যান্ড। তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ১৪ নভেম্বর থেকে পাল্লেকেলে স্টেডিয়ামে। গলে প্রথম টেস্টে দুই উইকেট নিয়েছেন আকিলা। এখনও পর্যন্ত চার টেস্টে ১৯ উইকেট নিয়েছেন তিনি। সেরা বোলিং ২৪ রানে পাঁচ উইকেট। একদিনের ক্রিকেটে তিনি নিয়েছেন ৪৬ উইকেট। টি-টোয়েন্টিতে তিনি নিয়েছেন ১৪ উইকেট।

আরও পড়ুন: রোহিতকে কেন টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছিল, নির্বাচকদের প্রশ্ন সহবাগের​

আরও পড়ুন: ওয়ানডে ক্রিকেটের পাশাপাশি টেস্টেও শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট​

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE