ধোনির কৃতিত্বে এ বার ভাগ বসালেন আফগানিস্তানের অধিনায়ক আসগর।
টি২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে সব চেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ জয়ের মুকুট এত দিন ছিল মহেন্দ্র সিংহ ধোনির মাথায়। সেই কৃতিত্বে এ বার ভাগ বসালেন আফগানিস্তানের অধিনায়ক আসগর আফগান। ৪১টি টি২০ ম্যাচে অধিনায়ক হিসেবে জয়ের কৃতিত্ব এখন এই ২ অধিনায়কের।
২০০৭ সালে টি২০ বিশ্বকাপ জেতা ভারত অধিনায়ক ৪১টি ম্যাচ জিতেছিলেন ৭৩টি ম্যাচে নেতৃত্ব দিয়ে। আসগর এখনও অবধি নেতৃত্ব দিয়েছেন ৫১টি টি২০ ম্যাচে। জয়ের শতাংশের হিসাবে অনেকটাই এগিয়ে রয়েছেন আফগান অধিনায়ক। ধোনির জয়ের শতাংশ যেখানে ৫৯.২৮%, সেখানে আসগরের ৮১.৩৭%। ৫১টি ম্যাচে নেতৃত্ব দিয়ে মাত্র ৯টি ম্যাচে হেরেছেন আসগর। টি২০ ক্রিকেটে ধোনি পরাজিত হয়েছিলেন ২৮টি ম্যাচে।
জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গিয়েছেন আফগানরা। শেষ ম্যাচে জিতলে ধোনিকেও টপকে যাবেন আসগর। শনিবার সেই রেকর্ড গড়তে পারেন তিনি। রশিদ খান, মহম্মদ নবি সমৃদ্ধ আফগান দল বেশ কিছুটা ভাল জায়গায় জিম্বাবোয়ের থেকে। সিরিজ জয়ের পর শেষ ম্যাচেও জেতার আশা করতেই পারে আফগানিস্তান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy