সুনীলদের বিরুদ্ধে ম্যাচ দিয়েই এএফসি কাপে যাত্রা শুরু করবে এটিকে মোহনবাগান। ছবি: টুইটার থেকে
যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে জয় পেল বেঙ্গালুরু এফসি। এর ফলে এএফসি কাপের গ্রুপ ডি-তে খেলবেন সুনীল ছেত্রিরা। বুধবার এটিকে মোহনবাগানের মুখোমুখি তাঁরা।
বুধবার সুনীলদের বিরুদ্ধে ম্যাচ দিয়েই এএফসি কাপে যাত্রা শুরু করবে এটিকে মোহনবাগান। সবুজ মেরুন ২১ অগস্ট খেলবে মলদ্বীপের মাজিয়া এসআরসি-র বিরুদ্ধে। ২৪ অগস্ট তাদের প্রতিপক্ষ হতে চলেছে বাংলাদেশের বসুন্ধরা কিংস।
মলদ্বীপের ক্লাব ঈগলসকে ১-০ গোলে হারিয়ে দেয় বেঙ্গালুরু। ২৬ মিনিটের মাথায় ম্যাচের এক মাত্র গোলটি করেন এটিকে মোহনবাগান থেকে এ বার বেঙ্গালুরুর দলে আসা জয়েশ রানে। নতুন দলের হয়ে প্রথম ম্যাচে নেমেই জেতালেন তিনি।
FT: Bengaluru FC 1-0 Club Eagles
— #AFCCup2021 (@AFCCup) August 15, 2021
Jayesh Rane's first-half effort sends Bengaluru into the #AFCCup2021 Group Stage!! pic.twitter.com/TwqLnrIIhw
সার্থক গলুইয়ের থ্রো থেকে গোল করে যান রানে। এসসি ইস্টবেঙ্গল থেকে গত মরশুমে বেঙ্গালুরুতে যোগ দিয়েছিলেন সার্থক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy