• ৫ রানে দ্বিতীয় টি২০ ম্যাচ জিতে নিল ভারত।
• ২০ ওভারে ইংল্যান্ড ১৩৯/৬।
• শেষ বলে ৬ রান দরকার।
• বুমরাহর বলে বোল্ড বাটলার। করলেন ১৫ রান।
• আউট...
• বুমরাহর বলে এলবিডব্লু আউট জো রুট। করলেন ৩৮ রান।
• আউট...
• ৬ বলে ইংল্যান্ডের দরকার ৮ রান। হাতে রয়েছে ৬ উইকেট।
• এই ওভার থেকে এল ১৬ রান।
• ১৯ ওভারে ইংল্যান্ড ১৩৭/৪।
• নেহরাকে বাটলারের ওভার বাউন্ডারি।
• নেহরাকে বাটলারে বাউন্ডারি।
• ১২ বলে ২৪ রান দরকার ইংল্যান্ডের। হাতে রয়েছে ৬ উইকেট।
• ১৮ ওভারে ইংল্যান্ড ১২১/৪।
• রুটের সঙ্গে ব্যাট করতে এলেন বাটলার।
• ১৭ ওভারে ইংল্যান্ড ১১৮/৪।
• নেহরার বলেল এলবিডব্লু বেন স্টোকস। করলেন ৩৮ রান।
• আউট...
• ৩৬ রানে স্টোকস ও ৩১ রানে রুট ব্যাট করছেন।
• জিততে হলে ইংল্যান্ডকে করতে হবে ২৪ বলে ৩২ রান। হাতে রয়েছে ৭ উইকেট।
• ১৬ ওভারে ইংল্যান্ড ১১৩/৩।
• বল পরিবর্তন।
• বুমারহকে স্টোকসের বাউন্ডারি।
• ১৫ ওভারে ইংল্যান্ড ১০৪/৩।
• চাহালকে স্টোকসের ওভার বাউন্ডারি।
• ১৪ ওভারে ইংল্যান্ড ৯৩/৩।
• রায়নাকে স্টোকসের বাউন্ডারি, ওভার বাউন্ডারি।
• ১৩ ওভারে ইংল্যান্ড ৮০/৩।
• ১২ ওভারে ইংল্যান্ড ৭৭/৩।
• ৫৪ বলে ৭৬ রান করতে হবে ইংল্যান্ডকে। হাতে রয়েছে ৭ উইকেট।
• ১১ ওভারে ইংল্যান্ড ৬৯/৩।
• ফ্রি হিট।
• ওয়াইডের জন্য বোল্ড হয়েও ক্রিজে থেকে গেলেন জো কুট।
• অমিত মিশ্রার বলে হার্দিক পাণ্ড্যকে ক্যাচ দিয়ে ফিরলেন মর্গ্যান। করলেন ১৭ রান।
• আউট...
• ১০ ওভারে ইংল্যান্ড ৬৫/২।
• ৯ ওভারে ইংল্যান্ড ৬০/২।
• অমিত মিশ্রাকে রুটের জোড়া বাউন্ডারি।
• বল করছেন রায়না ও মিশ্রা।
• দুই ব্যাটসম্যানই ব্যাট করছেন ব্যাক্তিগত ১৩ রানে।
• ৮ ওভারে ইংল্যান্ড ৪৯/২।
• ব্যাট করছেন ইয়ন মর্গ্যান ও জো রুট।
• ৭ ওভারে ইংল্যান্ড ৪৪/২।
• ৬ ওভারে ইংল্যান্ড ৩৬/২।
• বুমরাহকে মর্গ্যানের বাউন্ডারি।
• ৫ ওভারে ইংল্যান্ড ২৯/২।
• ৪ ওভারে ইংল্যান্ড ২৪/২।
• হ্যাটট্রিক হল না নেহরার।
• নেহরার বলে রায়নাকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন জেসন রয়। করলেন ১০ রান।
• আউট...
• নেহরার বলে বুুমরাহকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন বিলিংস। করেলন ১২ রান।
• আউট...
• এই ওভার থেকে এল ১৫ রান।
• ৩ ওভারে ইংল্যান্ড ২২/০।
• চাহালকে জোড়া ছক্কা হাঁকালেন বিলিংস।
• ২ ওভারে ইংল্যান্ড ৭/০।
• বল করছেন নেহরা।
• বিরাটের দারুণ ফিল্ডিং।
• ১ ওভারে ইংল্যান্ড ২/০।
• বল করতে এলেন চাহাল।
• ব্যাট করতে এলেন জেসন রয় ও বিলিং।
• ইংল্যান্ডের ব্যাটিং শুরু।
• ২০ ওভারে ভারতের রান ১৪৪/৮।
• ৫ রান করে জর্ডনের বলে বোল্ড ধোনি।
• আউট...
• এসেই আউট অমিত মিশ্রা। কোনও রান না করে রান আউট হলেন অমিত মিশ্রা।
• আউট...
• মনীশ পাণ্ড্যে রান আউট হয়ে ফিরলেন। করলেন ২ রান।
• আউট...
• এই ওভার থেকে এল ১০ রান।
• ১৯ ওভারে ভারত ১৩৯/৫।
• ব্যাট করছেন হার্দিক ও ধোনি।
• মিলসের বলে বোল্ড মনীশ পাণ্ড্য। করলেন ৩০ রান।
• আউট...
• মনীশের ওভার বাউন্ডারি।
• ১৮ ওভারে ভারত ১২৯/৪।
• জর্ডনের বলে স্টোকসকে ক্যাচ দিয়ে ফিরলেন লোকেশ রাহুল। করলেন ৭১ রান।
• আউট...
• ১৭ ওভারে ভারত ১২৪/৩।
• শেষ বলে রাহুলের বাউন্ডারি।
• ১৬ ওভারে ভারত ১১৪/৩।
• ৬২ রানে ব্যাট করছেন লোকেশ রাহুল।
• ১৫ ওভারে ভারত ১০৮/৩।
• ১৪ ওভারে ভারত ১০৫/৩।
• রশিদকে জোড়া বাউন্ডারি রাহুলের।
• ১৩ ওভারে ভারত ৯৩/৩।
• ব্যাট করতে এলেন মনীশ পাণ্ড্য।
• লোকেশ রাহুলের হাফ সেঞ্চুরি।
• ১২ ওভারে ভারত ৮৭/৩।
• বাউন্ডারি রাহুলের।
• ফের ছয় রাহুলের।
• ১১ ওভারে ভারত ৭২/৩।
• ব্যাট করতে ক্রিজে মণীশ পাণ্ডে।
• সুইপ করতে গিয়ে উইকেট খোয়ালেন যুবরাজ। ১২ বলে মাত্র ৪ রান করে ফিরলেন তিনি।
• আউট...
• ১০ ওভারে ভারত ৬৭/২।
• রশিদের বলে ছয় হাঁকালেন রাহুল।
• ৯ ওভারে ভারত ৫৭/২।
• এ ওভারে মাত্র ১ রান নিলেন রাহুলরা।
• ৮ ওভারে ভারত ৫৬/২।
• ব্যাট করতে এলেন যুবরাজ সিংহ।
• রশিদের বলে জর্ডনকে ক্যাচ দিয়ে ফিরলেন সুরেশ রায়না। করলেন ৭ রান।
• আউট...
• ৭ ওভারে ভারত ৫৪/১।
• ইংল্যান্ডের অনবদ্য ফিল্ডিং। লোকেশর বাউন্ডারি তিন রানে আটকালেন।
• ৬ ওভারে ভারত ৪৬/১।
• স্টোকসকে লোকেশ রাহুলের বাউন্ডারি।
• ৫ ওভারে ভারত ৩৭/১।
• লোকেশ রাহুলের সঙ্গে ব্যাট করতে এলেন সুরেশ রায়না।
• জর্ডনের বলে ডাওসনকে ক্যাচ দিয়ে ২১ রানে প্যাভেলিয়নে ফিরলেন বিরাট।
• আউট...
• ২১ রানে ব্যাট করছেন বিরাট কোহালি, লোকেশ রাহুলের রান ৯।
• এই ওভারে এল ১৫ রান।
• ৪ ওভারে ভারত ৩০/০।
• পরের বলেই বাউন্ডারি।
• মিলসকে ছক্কা হাঁকালেন বিরাট।
• বিরাট কোহালির ছক্কা।
• ৩ ওভারে ভারত ১৫/০।
• জর্জনের বলে এলবিডব্লুর আবেদন উঠেছিল ইংল্যান্ড শিবিরে।
• এলবিডব্লু থেকে বাঁচলেন কোহালি।
• ২ ওভারে ভারত ১০/০।
• মিলসকে বিরাটের বাউন্ডারি।
• ১ ওভারে ভারত ৫/০।
• ওপেন করতে এলেন লোকেশ রাহুল ও বিরাট কোহালি।
• টস জিতে প্রথমে ফিল্ডিং নিল ইংল্যান্ড।
আবারও টসে হারের মুখ দেখতে হল। প্রথম টি২০তে টস হেরে ম্যাচও হারতে হয়েছিল। রবিবারও টস জিতে নিল ইংল্যান্ড। টস জিতে প্রথম ম্যাচের মতই ভারতকে ব্যাট করতে পাঠালেন ইয়ন মর্গ্যান। আবারও ভারতের হয়ে ওপেন করতে নামলেন বিরাট কোহালি। সিরিজ বাঁচিয়ে রাখতে এই ম্যাচ জিততেই হবে ভারতকে। দলে পরিবর্তন বলতে এলেন অমিত মিশ্রা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy