অ্যাসিড হামলা, তালগোল পাকিয়ে যাওয়া চামড়া, অ্যাসিডের ঝাঁঝে জলন্ত একটা হৃদয়, তবু তাঁদের মুখে যেন হাজার ওয়াটের হাসি। লোকে তাঁদের ‘পোড়ামুখী’ বলে বলুক, আজ তাঁরা ‘শিরোস’। হি-রো নয়, প্রকৃতই তাঁরা শি-রো।
আগ্রার বুকে ভালবাসার রাজপ্রাসাদের এক্কেবারে গা ঘেঁষে ভালবাসায় মাখামাখি আরও এক ‘প্রাসাদ’। হয়তো কাগজে-কলমে নয়, অঙ্কে-ব্যাকরণেও নয়, তবু তাঁদের কাছে তাজমহলের থেকে এই প্রাসাদ কোনও অংশে কম যায় না। সেই প্রাসাদের নাম ‘শিরোস হ্যাংআউট’। ছোট্ট একটি ক্যাফেটেরিয়া।
আরও পড়ুন: পুজোর সাজে চাই-ই-চাই মানানসই অ্যাক্সেসরিজ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy