শুধু দৃশ্যসুখ নয়, রূপটানেও সুন্দরী ফুলেদের জুড়ি মেলা ভাড়। কেমিক্যাল প্রসাধনীর জন্মের বহু বহু যুগ প্রাচীন যুগ থেকেই মহিলারা ত্বক এবং চুলের যত্ন নিতে ফুলেদের হাত ধরেছেন। প্রকৃতির বুকে লুকিয়ে থাকা সেই সৌন্দর্য্যের চাবিকাঠি যাদের হাতে, সেই ফুলেদের সুলুক সন্ধান রইল
গোলাপ
স্কিন টোনার এবং ক্লিনসার হিসেবে ভীষণ কার্যকরী গোলাপ জল। ট্যান হঠাতে বা ব্রণর মোকাবিলা করতে গোলাপ জলের সঙ্গে গোলাপ পাপড়ির পেস্ট ও চন্দনের গুঁড়ো মিশিয়ে ব্যবহার করুন। ফল পাবেনই। গোলাপের গন্ধ স্ট্রেস দূর করতেও কার্যকরী। তুলোতে গোলাপ জল নিয়ে স্কাল্পে লাগান। চুলের রিগ্রোথ হবে। চোখের নীচের কালি হঠাতেও গোলাপ জল দারুণ কাজ করে।
ল্যাভেন্ডার
ল্যাভেন্ডারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ডি ও ই থাকে, যা চুল ও ত্বকের পক্ষে অত্যন্ত উপকারী। এর ব্যকটেরিয়া প্রতিরোধ ক্ষমতা অ্যাকনে প্রতিরোধ করে। জলের মধ্যে ল্যাভেন্ডার ফুল দিয়ে ফুটিয়ে নিন। তুলো দিয়ে অ্যাকনে আক্রান্ত অঞ্চলে এই মিশ্রণটি ব্যবহাক করুন। ঝকঝকে ত্বক পেতে অরেঞ্জ পিল পাউডার ও দইয়ের মিশ্রণে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার ওয়েল যোগ করে মুখে লাগান। অলিভ অয়েলের সঙ্গে ল্যাভেন্ডার ওয়েল মিশিয়ে স্ক্যাল্পে লাগান। ম্যাজিকের মত সেরে যাবে খুসকি।
জুঁই
গন্ধের জন্য জুঁই চিরকালই বিখ্যাত। এর এক্সোটিক অ্যারোমা ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী। মধুর সঙ্গে জুঁইয়ের পাপড়ি মিশিয়ে মাখলে অনেক বয়স পর্যন্ত টীনটীন থাকবে চামড়া। জুঁই ফুলের পেস্ট, ওটমিল, গোলাপজল ও আলুর রসের প্যাক ব্রণ-অ্যাকনের দাগ, পিগমেন্টেশন দ্রুত সারিয়ে দেয়। জুঁই ফুলের পেস্ট, মধু, অ্যামন্ড ওয়েলর পেস্ট বানিয়ে মাথায় লাগান। ১৫ মিনিট পর শ্যাম্পু করে নিন। আপনার চুল মসৃণ সিল্কি হবেই।
জবা
যদি আপনি উজ্জ্বল নরম ত্বক চান, জবা আপনার জন্য একেবারে পারফেক্ট। জবার পাপড়ি ফুটিয়ে পেস্ট বানান। এর সঙ্গে চন্দন গুঁড়ো মিশিয়ে মুখে লাগান। ত্বক শুষ্ক হলে এর সঙ্গে একটু সর মিশিয়ে নিন। যে জলে জবার পাপড়িগুলো ফুটিয়ে ছিলেন সেই জল দিয়েই প্যাক শুকনো হলে তুলে ফেলুন। জবার মধ্যে ভরপুর অ্যান্টি এজিং প্রপার্টি আছে। জবার পেস্ট এবং অ্যালোভেরা জেলের মিশ্রণ মুখের দাগ ছোপ দূর করে, অকালে চামড়া কুঁচকে যাওয়া আটকায়। জবা চুল পড়া রোধ করে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy