এক মাসের বিরতির পর আবার শুরু হতে চলেছে বিয়ের মরসুম। গ্রীষ্মে যাদের বিয়ে, তাদের শাড়ি, গয়না নিয়ে একটু সতর্ক থাকতেই হয়। শীতকালে জমকালো সাজ চললেও এই সময় গরমের জন্য হালকা পোশাক, হালকা গয়নার উপরই ভরসা করতে হয়। তাই সাজ জমকালো করে তুলতে নজর দিন আই মেকআপে। জেনে নিন কেমন আই মেকআপ ট্রেন্ড করবে এই বিয়ের মরসুমে।
১। গোল্ড: বিয়ের সাজে সোনালি রঙের ছোঁয়া থাকেই। পোশাক, গয়নার সেই রঙের ছোঁয়া আনতে পারেন চোখের মেকআপেও। ম্যাট বা শিমার, আই মেকআপে গোল্ড ব্যবহার করলেই ক্লাসি লুক আসে।
২। স্মোকি: একটু নাটকীয় মেকআপ চাইলে অবশ্যই করুন ট্রেন্ডি স্মোকি লুক। কালো, ব্রাউন বা ধূসর রঙের ব্যবহারে স্মোকি এফেক্ট আনতে পারেন। এর সঙ্গেই পিঙ্ক, পিচ, গোল্ড বা সিলভার রং মিশিয়ে আরও একটু নাটকীয় ছোঁয়া আনতে পারেন।
৩। ডুয়ালিটি: দুটো রঙের আইশ্যাডো উপর-নীচে বা পাশাপাশি লাগিয়ে করতে পারেন ডুয়াল আই মেকআপ। হালকা ও উজ্জ্বল রং লাগান ভুরুতে। আর গাঢ় ও স্মোকি শেড লাগান চোখের পাতায়। অথবা ভিতরের দিকে একটা রং লাগিয়ে বাইরের দিকে অন্য রং লাগাতে পারেন। চোখের কোলের কাছে গাঢ় রং লাগিয়ে বাইরের দিকে হালকা, কন্ট্রাস্টিং রং দিয়ে আউটলাইন করুন।
৪। মাল্টি হিউড: বিভিন্ন কমপ্লিমেন্টিং রঙের আইশ্যাডো এক সঙ্গে মিশিয়ে মাল্টি হিউড লুক তৈরি করতে পারেন। নীল, সবুজ ও গোল্ড শেড মিশিয়ে পিকক লুক আনতে পারেন। রোজ ও মেটালিক শেড মিশিয়ে মাল্টি হিউ করতে পারেন। দুটো রং যেন সুন্দর ভাবে ব্লেন্ড করে। তবে এই আই মেকআপ কিন্তু দেখতে ড্রামাটিক লাগে।
৫। উইঙ্গ ওম্যান: যদি বলিউডি লুক পেতে চান তা হলে উইঙ্গ ওম্যান স্টাইলে করতে পারেন আই মেকআপ। এই আই লাইনার বা কাজল যতটা খুশি টেনে উইঙ্গ লুক আনতে পারেন। ডবল উইঙ্গ বা ওপেন উইঙ্গ দেখতেও কিন্তু দারুণ স্টাইলিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy