৩ নভেম্বর ভারতের বাজারে আসবে আইফোন এক্স। ছবি: ফেসবুকের সৌজন্যে।
অনেক প্রতীক্ষার পর অবশেষে মঙ্গলবার বিশ্ব বাজারে মুখ দেখিয়েছে অ্যাপেলের নতুন মডেল আইফোন এক্স। লঞ্চের আগেই অবশ্য ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছিল আইফোনের নতুন এই মডেলটির সম্ভাব্য নাম ও ফিচার্স। কিন্তু তবু উত্তেজনার পারদে ভাটা পড়েনি। আইফোনপ্রেমীদের কাছে নতুন এই আইফোন নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। আইফোন এক্সের সঙ্গেই বাজারে এসেছে নতুন আরও দু’টি আইফোন— আইফোন ৮ এবং ৮ প্লাস। বিশ্ব বাজারে লঞ্চের পর থেকেই আধখাওয়া আপেলের নতুন এই মডেলটির ‘স্বাদ’ নিতে মুখিয়ে রয়েছেন ভারতের আইফোনপ্রেমীরাও। শোনা যাচ্ছে, নভেম্বরের ৩ তারিখে দেশের মাটিতে পা রাখবে আইফোন এক্স। প্রি-অর্ডার শুরু হবে ২৭ অক্টোবর থেকে। ভারতীয় মুদ্রায় এর দাম শুরু হবে মোটামুটি ৮৯ হাজার টাকা থেকে।
আরও পড়ুন: আইফোন এক্স, নোকিয়া ৮ নাকি গ্যালাক্সি ৮, দেখে নিন কার কী ফিচার
দেখুন ভিডিও
আরও পড়ুন: এল আইফোন এক্স, জেনে নিন এর দাম ও ফিচার্স
আইফোনের নতুন এই মডেলটি পাওয়া যাবে দু’টি ভার্সনে। একটিতে ইন্টারনাল স্টোরেজ ৬৪ জিবি এবং অন্যটিতে ২৫৬ জিবি। রয়েছে ৫.৮ ইঞ্চি ওএলইডি মাল্টি টাচ, এজ-টু-এজ ডিসপ্লে এবং ২৪৩৬*১১২৫ পিক্সেল রেজলিউশন। এই মডেলে পাবেন ডুয়াল ১২ মেগাপিক্সেল ‘ট্রু ডেপথ’ ব্যাক ক্যামেরা এবং ৭ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পোট্রেট মোড সেলফি তোলা যাবে ফ্রন্ট ক্যামেরায়। রয়েছে ওয়্যারলেস চার্জিং টেকনোলজিও। কোনও হোমবাটন নেই আইফোন এক্স-এ। এটি সম্পূর্ণভাবে ওয়াটার ও ডাস্টপ্রুফ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy