টেক-ভক্তেরা তাকিয়ে এই নতুন স্যামসাংয়ের মডেলের দিকে
আগামী ২০ ফেব্রুয়ারি সামনে আসতে চলেছে স্যামসাং-এর গ্যালাক্সি এস সিরিজের নতুন ফোন গ্যালাক্সি এস১০। সানফ্রান্সিসকোতে একটি বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই স্যামসাং-এর এই নয়া মডেল লঞ্চ হতে চলেছে, জানিয়েছে সংস্থা। এই গ্যালাক্সি এস১০-এর মাধ্যমেই গ্যালাক্সি এস সিরিজের দশ বছর পূর্ণ হতে চলেছে।
তিনটি ভিন্ন ধরণে এই গ্যালাক্সি এস১০ পাওয়া যাবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। এস১০ লাইট, এস১০ এবং এস১০ প্লাস, এই তিনটি ধরণে তিনটি ভিন্ন দামে গ্যালাক্সি এস১০ পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এছাড়াও ফাইভ-জি সম্বলিত এস১০-এর দুটি ভিন্ন মডেলও দেখানো হতে পারে এই অনুষ্ঠানে। এই মডেলের ফোন গুলি বিশেষ ‘ফোল্ডেবল’ ফোন হবে বলে জল্পনা করা হচ্ছে। ওই ফোন গুলিতে থাকতে পারে ১২ জিবি র্যাম ও ১ টিবি স্টোরেজ।
সান ফ্রান্সিসকোর স্থানীয় সময় অনুযায়ী সকাল ১১টা থেকে (ভারতীয় সময় অনুযায়ী রাত ১২.৩০টায়) শুরু হবে এই লঞ্চ অনুষ্ঠান। এই সম্পূর্ণ ইভেন্টটি স্যামসাং-এর ওয়েবসাইটে লাইভ স্ট্রীম করা হবে বলে জানানো হয়েছে।
Retweet if you can't wait for the #GalaxyS10 pic.twitter.com/Cp1Qbqz6Xa
— SamMobile (@SamMobiles) January 10, 2019
আরও পড়ুন: এ বার হোয়াটসঅ্যাপে আসতে চলেছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার?
আরও পড়ুন: দ্রুত দিক বদলাচ্ছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, দিক নির্ণয়ে বিভ্রান্তি স্থলে-জলে-আকাশে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy