ফাইল চিত্র।
সোমবার, ৭ অগস্ট আংশিক চন্দ্রগ্রহণ। কলকাতা, দিল্লি সহ গোটা ভারতে দেখা যাবে ওই গ্রহণ।
শুক্রবার দিল্লির নেহরু প্ল্যানেটারিয়ামের অধিকর্তা এন রত্নশ্রী এ কথা জানিয়েছেন।
সোমবার রাত ১০টা ৫২ মিনিট থেকে শুরু হবে সেই আংশিক চন্দ্রগ্রহণ। শেষ হবে রাত ১২টা ৪৮ মিনিটে। তবে চাঁদের উপচ্ছায়ার (পেনামব্রা) গ্রহণ চলবে রাত ২টো ২০ মিনিট পর্যন্ত। এই উপচ্ছায়ার গ্রহণ সম্ভব হয় চাঁদ, পৃথিবী আর সূর্য একেবারে একটি সরলরেখায় চলে এলে।
আরও পড়ুন- ওজন আধুলির মতো! পৃথিবীকে পাক মারছে ৬ মহাকাশযান
আরও পড়ুন- ভিনগ্রহী হানা ঠেকাতে ‘দারোয়ান’ খুঁজছে নাসা, মাইনে সওয়া কোটি!
দিল্লির নেহরু প্ল্যানেটারিয়াম সূত্রে জানানো হয়েছে, শুধু ভারতেই নয়, ওই আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে এশিয়া, ইউরোপ ও আফ্রিকাতেও। তবে ২১ অগস্টের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। দেখা যাবে না এশিয়া ও আফ্রিকার একাংশেও। তবে গোটা আমেরিকা জুড়ে দেখা যাবে সূর্যের পূর্ণগ্রাস। আবার আমেরিকা ও কানাডায় এই আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy