For these reasons Android 8 Oreo may not get updated in your mobile dgtl
Science News
কেন আপনার ফোনে আপডেট করা যাবে না অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন, দেখে নিন
সদ্যই বাজারে এসেছে অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন, অ্যান্ড্রয়েড ৮ ওরিও। কিন্তু সমস্ত ফোনে কাজ করবে না এই নয়া ভার্সন। দেখে নেওয়া যাক, কেন নতুন এই ভার্সনটি আপনার ফোনে কাজ নাও করতে পারে।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৭ ১৭:২২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৬
আপনার ফোনটি গুগলের তৈরি না হলে এই মুহূর্তে অ্যান্ড্রয়েড ৮ ওরিও কাজ করবে না আপনার ফোনে। গুগলের পিক্সেল ও নেক্সাসেই সর্বপ্রথম পাওয়া যাবে এই ভার্সন। পরে অবশ্য আরও কয়েকটি ফোনের মডেলে এই অ্যান্ড্রয়েড ভার্সন পাওয়া যাবে।
০২০৬
অ্যান্ড্রয়েড ৮ পাওয়া যাবে গুগল পিক্সেল এবং গুগল পিক্সেল এক্স এল-এ। নেক্সাস ৫ এক্স, নেক্সাস ৬ পি, ওয়ান প্লাস ৫, এমনকী ওয়ান প্লাস ৩ এবং ৩টি-তে মিলবে এই ভার্সন। নোকিয়ার ৩, ৫ এবং ৬ মডেলেও পাওয়া যাবে এই ভার্সন।
০৩০৬
যদি আপনার ফোনে স্টক অ্যান্ড্রয়েডের সুবিধা না থাকে, তা হলে অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট হবে না।
০৪০৬
ভারতে তৈরি বেশির ভাগ ফোনেই অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট করার সুবিধা খুব একটা থাকে না। যদি আপনি ভারতে প্রস্তুতকারী সংস্থার তৈরি কোনও ফোন ব্যবহার করেন তা হলে আপনার ফোনে অ্যান্ড্রয়েড আপডেট হওয়ার সম্ভাবনা খুবই কম।
০৫০৬
শুধু ভারতের ফোন কোম্পানিগুলিই নয়, চিনা কোম্পানিগুলিতেও অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট করার সুবিধা খুব একটা থাকে না।
০৬০৬
যদি আপনার ফোনটি এক বছর বা দু’বছরের বেশি পুরনো হয়, তা হলে সেই ফোনে অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট হওয়ার সম্ভাবনা বেশ কম। তবে আপনার যদি গুগলের তৈরি ছয় মাসের পুরনো কোনও ফোন থাকে তা হলে আপনার ফোনটি আপডেট করতে পারেন।