Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Superfast Internet

এক সেকেন্ডে নেটফ্লিক্সের সব সিরিজ ডাউনলোড! এমনই বিদ্যুৎগতির ইন্টারনেট

এর আগে দ্রুততম ইন্টারনেটের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার দখলে। তাদের ডেটা ট্র্যান্সফার স্পিড ছিল ৪৪.২ টিবিপিএস।

সুপারফাস্ট ইন্টারনেট।

সুপারফাস্ট ইন্টারনেট।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ অগস্ট ২০২০ ১৮:২২
Share: Save:

করোনা-কালে বাড়ি থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) করার ব্যবস্থা চালু রেখেছে বহু সংস্থা। কিন্তু বাড়িতে বসে কম্পিউটার অন করলেই ঘিরে ধরছে একরাশ বিরক্তি। ইন্টারনেটের গতি কচ্ছপের মতো। মাউসে ক্লিক করলে ঘুরেই চলেছে চাকা। এমন সব অভিযোগ উঠছে ভুরি ভুরি। মন আরও খারাপ হবে বিশ্বের সুপারফাস্ট ইন্টারনেট সংযোগের কথা শুনলে। সেই সঙ্গে চোখ কপালেও উঠবে তার দৌড় দেখে। ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল)-এর এক দল গবেষক বিশ্বের দ্রুততম ইন্টারনেট ব্যবস্থা আবিষ্কার করেছেন। তার ডেটা ট্র্যান্সফার স্পিড সেকেন্ডে ১৭৮ টেরাবাইট অর্থাৎ ১ লক্ষ ৭৮ হাজার জিবিপিএস।

এর আগে দ্রুততম ইন্টারনেটের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার দখলে। তাদের ডেটা ট্র্যান্সফার স্পিড ছিল ৪৪.২ টিবিপিএস। কিন্তু ইউসিএল তার থেকে ৪ গুণ গতি বাড়িয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে। কী ভাবে তৈরি হল ইন্টারনেটের এমন পাগলপারা গতি? উচ্চক্ষমতার তরঙ্গদৈর্ঘ ব্যবহার করেই এই সাফল্য মিলেছে। ভিন্ন ধরনের অ্যাম্পলিফাই প্রযুক্তি ব্যবহার করে সিগনালের ক্ষমতাও বেশ কয়েক গুণ বাড়িয়ে তোলা হয়েছে। তার জেরে চোখের পলক ফেলার আগেই কাজ করছে ইন্টারনেট।

কিন্তু এমন সুপারফাস্ট ইন্টারনেটের জন্য কি গ্যাঁটের কড়ি খরচ হবে অনেক? ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকদের মতে, তেমনটা মোটেই হবে না। তাঁরা জানাচ্ছেন, কম খরচে এই অ্যাম্পলিফাই প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎগতির ইন্টারনেট পাওয়া যাবে। বিশেষজ্ঞরা বলছেন, এমন গতিতে ইন্টারনেট পাওয়া গেলে নেটফ্লিক্সের সব ওয়েব সিরিজ ডাউনলোড করতে সময় লাগবে মাত্র ১ সেকেন্ড। তবে, ইন্টারনেটের ওই প্রযুক্তি বাণিজ্যিক ভাবে ব্যবহার করা হবে না বলেই জানিয়েছেন গবেষকরা।

আরও পড়ুন: প্রণবের শারীরিক অবস্থা একই রকম, রয়েছেন ভেন্টিলেশনেই

ইন্টারনেটের দ্রুত গতি সেই সঙ্গে নিশ্ছিদ্র নিরাপত্তা। এই দু’টির দিকেই সাম্প্রতিক কালে নজর দিয়েছেন গবেষকরা। সে দিক দিয়ে কোয়ান্টাম প্রযুক্তি অনেকটাই এগিয়ে বলে মনে করা হচ্ছে। তাই কোয়ান্টাম কম্পিউটার তৈরি নিয়েও ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে গবেষণা।

অন্য বিষয়গুলি:

Superfast Internet University College London UCL Netflix
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy