মঙ্গল থেকে চিনা রোভার চুরংয়ের পাঠানো প্রথম ছবি। সামনে ল্যান্ডিং প্যাডের একাংশ। ছবি সিএনএসএ
ল্যান্ডিং প্ল্যাটফর্ম থেকে নেমে শনিবার মঙ্গলের রুক্ষ জমিতে ঘোরাঘুরি শুরু করে দিল চিনের রোভার চুরং। আগের শনিবার মঙ্গলে মাটিতে সফল ভাবে এই রোভারকে নামিয়েছে চিনের মহাকাশ সংস্থা। এক সপ্তাহ পর চলাফেরা শুরু করল সেটি। দু’দিন আগে মঙ্গলগ্রহের ছবিও পাঠিয়েছে এটি। এখন সৌরশক্তি চালিত ছ’চাকাওয়ালা ২৪০ কেজি ওজনের গাড়িটি মঙ্গলের লাভা-প্রান্তর ‘ইউটোপিয়া প্ল্যানিটিয়া’-তে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করছে। তিন মাস ধরে এই কাজ করবে চুরং। আমেরিকার পরে চিনই বিশ্বের দ্বিতীয় দেশ, যারা মঙ্গলে রোভার চালাচ্ছে সফল ভাবে। পাঁচ বছর আগে, রাশিয়া ও ইউরোপের যৌথ অভিযানে তাদের ‘শাপরালি’ ল্যান্ডার সফ্ট ল্যান্ডিং করতে ব্যর্থ হয়ে আছড়ে পড়েছিল। রাশিয়া-আমেরিকার অনেক পরে শুরু করেও চিন এখন মহাকাশ চর্চায় প্রথম সারিতে। মহাকাশে মানুষ, চাঁদে যান ও মঙ্গলে রোভার পাঠানোর পাশাপাশি মহাকাশে নিজস্ব স্টেশনও গড়ছে তারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy