Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Science News

১৫ হাজারের মধ্যেই পেয়ে যাবেন দুর্দান্ত ফিচার্সের এই ফোনগুলি

নতুন ফোন কিনতে চান? অথচ বাজেটও খুব বেশি নয়? কম দামে পুষ্টিকর হতে পারে এই ফোনগুলি। দেখে নেওয়া যাক এক নজরে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৭ ১৫:২৮
Share: Save:
০১ ১১
নতুন ফোন কিনতে চান? অথচ বাজেটও খুব বেশি নয়? কম দামে পুষ্টিকর হতে পারে এই ফোনগুলি। দেখে নেওয়া যাক এক নজরে।

নতুন ফোন কিনতে চান? অথচ বাজেটও খুব বেশি নয়? কম দামে পুষ্টিকর হতে পারে এই ফোনগুলি। দেখে নেওয়া যাক এক নজরে।

০২ ১১
শাওমি এমআই এ১:
সমীক্ষা বলছে, এই মুহূর্তে দেশের জনপ্রিয়তম ফোন সংস্থাগুলির মধ্যে শাওমি অন্যতম। শাওমির এমআই এ১ এ দেশে লঞ্চ করেছে সেপ্টেম্বর মাসে। এর দাম ১৪ হাজার ৯৯৯ টাকা। ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, ৪ জিবি র্যাফম, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১২ মেগা পিক্সেল(এমপি) ডুয়াল ব্যাক ক্যামেরা, ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা, ৩ হাজার ৮০ এমএএইচ ব্যাটারি রয়েছে এই ফোনে।

শাওমি এমআই এ১: সমীক্ষা বলছে, এই মুহূর্তে দেশের জনপ্রিয়তম ফোন সংস্থাগুলির মধ্যে শাওমি অন্যতম। শাওমির এমআই এ১ এ দেশে লঞ্চ করেছে সেপ্টেম্বর মাসে। এর দাম ১৪ হাজার ৯৯৯ টাকা। ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, ৪ জিবি র্যাফম, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১২ মেগা পিক্সেল(এমপি) ডুয়াল ব্যাক ক্যামেরা, ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা, ৩ হাজার ৮০ এমএএইচ ব্যাটারি রয়েছে এই ফোনে।

০৩ ১১
মোটো জি৫এস:
অগস্ট মাসে এই ফোন এসেছে ভারতের বাজারে। ১৩ হাজার ৯৯৯ টাকার ফোনটিতে রয়েছে ৫.২ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর, ৪ জিবি র্যা ম, ১৬ মেগা পিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। সঙ্গে রয়েছে তিন হাজার এমএএইচ ব্যাটারিও।

মোটো জি৫এস: অগস্ট মাসে এই ফোন এসেছে ভারতের বাজারে। ১৩ হাজার ৯৯৯ টাকার ফোনটিতে রয়েছে ৫.২ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর, ৪ জিবি র্যা ম, ১৬ মেগা পিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। সঙ্গে রয়েছে তিন হাজার এমএএইচ ব্যাটারিও।

০৪ ১১
লেনোভো কে৮ নোট:
অগস্ট মাসেদু’টি ভ্যারিয়েন্ট ভারতের বাজারে এনেছিল লেনোভো। ১২ হাজার ৯৯৯ টাকার ভার্সনটিতে রয়েছে ৩ জিবি র্যা্ম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। ১৩ হাজার ৯৯৯ টাকার ভার্সনে পাওয়া যাবে ৪ জিবি র্যাোম এবং ৬৪ জিবি স্টোরেজ। এছাড়া দু’টি ভার্সনেই থাকছে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, ১৩ এমপি এবং ৫ এমপি ডুয়াল ব্যাক ক্যামেরা ও ১৩ এমপি ফ্রন্ট ক্যামেরা।

লেনোভো কে৮ নোট: অগস্ট মাসেদু’টি ভ্যারিয়েন্ট ভারতের বাজারে এনেছিল লেনোভো। ১২ হাজার ৯৯৯ টাকার ভার্সনটিতে রয়েছে ৩ জিবি র্যা্ম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। ১৩ হাজার ৯৯৯ টাকার ভার্সনে পাওয়া যাবে ৪ জিবি র্যাোম এবং ৬৪ জিবি স্টোরেজ। এছাড়া দু’টি ভার্সনেই থাকছে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, ১৩ এমপি এবং ৫ এমপি ডুয়াল ব্যাক ক্যামেরা ও ১৩ এমপি ফ্রন্ট ক্যামেরা।

০৫ ১১
নোকিয়া ৫:
জুলাইয়ে এই ফোন এসেছে ভারতে। ১২ হাজার ৪৯৯ টাকার এই ফোনে রয়েছে ৭.১.১ নট অ্যান্ড্রয়েড, ৫.২ ইঞ্চি ডিসপ্লে, ২ জিবি র্যামম, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১৩ এমপি এবং ৮ এমপি ক্যামেরা, ৩ হাজার এমএএইচ ব্যাটারি রয়েছে নোকিয়া ৫-এ।

নোকিয়া ৫: জুলাইয়ে এই ফোন এসেছে ভারতে। ১২ হাজার ৪৯৯ টাকার এই ফোনে রয়েছে ৭.১.১ নট অ্যান্ড্রয়েড, ৫.২ ইঞ্চি ডিসপ্লে, ২ জিবি র্যামম, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১৩ এমপি এবং ৮ এমপি ক্যামেরা, ৩ হাজার এমএএইচ ব্যাটারি রয়েছে নোকিয়া ৫-এ।

০৬ ১১
লেনোভো কে৮ প্লাস:
১০ হাজার ৯৯৯ টাকার এই ফোনে রয়েছে ৩ জিবি র্যা ম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। অন্য একটি ভার্সনে আবার পাওয়া যাবে ৪ জিবি র্যািম। এই ফোনে রয়েছে ৫.২ ইঞ্চি ডিসপ্লে, ১৩ এমপি এবং ৫ এমপি ব্যাক ক্যামেরা ও ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা। ৪ হাজার এমএএইচ ব্যাটারিও পাওয়া যাবে।

লেনোভো কে৮ প্লাস: ১০ হাজার ৯৯৯ টাকার এই ফোনে রয়েছে ৩ জিবি র্যা ম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। অন্য একটি ভার্সনে আবার পাওয়া যাবে ৪ জিবি র্যািম। এই ফোনে রয়েছে ৫.২ ইঞ্চি ডিসপ্লে, ১৩ এমপি এবং ৫ এমপি ব্যাক ক্যামেরা ও ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা। ৪ হাজার এমএএইচ ব্যাটারিও পাওয়া যাবে।

০৭ ১১
শাওমি রেডমি নোট ৪:
দু’টি ভার্সনে পাওয়া যায় শাওমির এই মডেলটি। ৩ জিবি র্যা ম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের ভার্সনটির দাম ৯ হাজার ৯৯৯ টাকা। ৪ জিবি ও ৬৪ জিবির দাম ১১ হাজার ৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৫.৫ ফুল এইচডি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর, ৪ হাজার ১০০ এমএএইচ ব্যাটারি, ১৩ এমপি ও ৫ এমপি ক্যামেরা।

শাওমি রেডমি নোট ৪: দু’টি ভার্সনে পাওয়া যায় শাওমির এই মডেলটি। ৩ জিবি র্যা ম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের ভার্সনটির দাম ৯ হাজার ৯৯৯ টাকা। ৪ জিবি ও ৬৪ জিবির দাম ১১ হাজার ৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৫.৫ ফুল এইচডি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর, ৪ হাজার ১০০ এমএএইচ ব্যাটারি, ১৩ এমপি ও ৫ এমপি ক্যামেরা।

০৮ ১১
স্যামসাং গ্যালাক্সি জে২:
গত মাসেই ভারতের বাজারে এসেছে স্যামসাংয়ের নতুন এই মডেল। ৭ হাজার ৩৯০ টাকা দামের এই ফোনে রয়েছে ৪.৭ ইঞ্চি সুপার আমোলেড ডিসপ্লে, কোয়াড-কোর এক্সিনোস প্রসেসর, ১ জিবি র্যােম, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৫ এমপি ব্যাক ও ২ এমপি ফ্রন্ট ক্যামেরা এবং ২০০০ এমএএইচ ব্যাটারি।

স্যামসাং গ্যালাক্সি জে২: গত মাসেই ভারতের বাজারে এসেছে স্যামসাংয়ের নতুন এই মডেল। ৭ হাজার ৩৯০ টাকা দামের এই ফোনে রয়েছে ৪.৭ ইঞ্চি সুপার আমোলেড ডিসপ্লে, কোয়াড-কোর এক্সিনোস প্রসেসর, ১ জিবি র্যােম, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৫ এমপি ব্যাক ও ২ এমপি ফ্রন্ট ক্যামেরা এবং ২০০০ এমএএইচ ব্যাটারি।

০৯ ১১
মোটো ই৪ প্লাস:
৯ হাজার ৯৯৯ টাকায় পেয়ে যাবেন এই ফোনটি। ৫.৫ ডিসপ্লে, কোয়াড-কোর মিডিয়াটেক প্রসেসর, ২ জিবি র্যাএম, ১৩ এমপি এবং ৫ এমপি ক্যামেরা, ৫ হাজার এমএএইচ ব্যাটারি রয়েছে এই ফোনে।

মোটো ই৪ প্লাস: ৯ হাজার ৯৯৯ টাকায় পেয়ে যাবেন এই ফোনটি। ৫.৫ ডিসপ্লে, কোয়াড-কোর মিডিয়াটেক প্রসেসর, ২ জিবি র্যাএম, ১৩ এমপি এবং ৫ এমপি ক্যামেরা, ৫ হাজার এমএএইচ ব্যাটারি রয়েছে এই ফোনে।

১০ ১১
আসুস জেনফোন ৪ সেলফি:
এই ফোনের দামও ৯ হাজার ৯৯৯ টাকা। এতে রয়েছে ৫.৫ ডিসপ্লে, অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর, ৩ জিবি র্যাডম, ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ, ১৬ এমপি ব্যাক ক্যামেরা, ২০ এমপি এবং ৮ এমপি ডুয়াল ফ্রন্ট ক্যামেরা, ৩ হাজার এমএএইচ ব্যাটারি।

আসুস জেনফোন ৪ সেলফি: এই ফোনের দামও ৯ হাজার ৯৯৯ টাকা। এতে রয়েছে ৫.৫ ডিসপ্লে, অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর, ৩ জিবি র্যাডম, ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ, ১৬ এমপি ব্যাক ক্যামেরা, ২০ এমপি এবং ৮ এমপি ডুয়াল ফ্রন্ট ক্যামেরা, ৩ হাজার এমএএইচ ব্যাটারি।

১১ ১১
নোকিয়া ৩:
৯ হাজার ৪৯৯ টাকায় এই ফোন পাওয়া যাচ্ছে বাজারে। ৫ ইঞ্চি আইপিএস এইচডি ডিসপ্লে, ৮ এমপি অটো-ফোকাস ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা, ২ জিবি র্যাrম, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ২হাজার ৬৩০ এমএএইচ ব্যাটারি রয়েছে এই ফোনে।

নোকিয়া ৩: ৯ হাজার ৪৯৯ টাকায় এই ফোন পাওয়া যাচ্ছে বাজারে। ৫ ইঞ্চি আইপিএস এইচডি ডিসপ্লে, ৮ এমপি অটো-ফোকাস ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা, ২ জিবি র্যাrম, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ২হাজার ৬৩০ এমএএইচ ব্যাটারি রয়েছে এই ফোনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE