Advertisement
০৪ নভেম্বর ২০২৪
Chicken Paturi

Chicken Paturi Recipe: পাতুরি মানেই কি ইলিশ? সেই দস্তুর ভেঙে শীতকালে পাতে পড়ুক মুরগির পাতুরি

তন্দুরি আর কবাবে একঘেয়েমি? স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন মুরগির পাতুরি

ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২২ ১৮:০৬
Share: Save:

তন্দুরি হোক বা কবাব— বাঙালির হেঁশেলে মুরগির বিভিন্ন পদ বিশেষ জায়গা করে নিয়েছে। মায়ের হাতের পাতলা মুরগির ঝোল আবার অনেকেরই বিশেষ পছন্দ। তবে নতুন বছরে নতুন কিছু খেতে চাইলে বানাতে পারেন মুরগির পাতুরি।

উপকরণ

বোনলেস চিকেন: ৫০০ গ্রাম

রসুন বাটা: এক চা চামচ

কাঁচা লঙ্কা বাটা: এক চা চামচ

পাতি লেবুর রস: এক চা চামচ

চিকেন মশলা: এক চা চামচ

গরম মশলার গুঁড়ো: এক চা চামচ

হলুদ গুঁড়ো: এক চা চামচ

পেঁয়াজ কুচি: এক কাপ

তেল: পরিমাণ মতো

নুন: স্বাদ মতো

ছবি: সংগৃহীত

প্রণালী

একটি পাত্রে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনগুলি নিয়ে তার মধ্যে বাটা মশলা, নুন, লেবুর রস মিশিয়ে কয়েক ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

এবার একটি কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজগুলি সোনালি হয়ে এলে তার মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটি ঢেলে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করুন।

মাংস কষানো হয়ে গেলে একটি কচুপাতা অথবা কলা পাতায় মাংসটি ঢেলে ভাল করে মুড়িয়ে বেঁধে দিন।

এবার আলাদা একটি কড়াইতে ভাল করে তেল মাখিয়ে নিন। এ বার ওই পাতায় মুড়িয়ে রাখা মাংসটি এই তেল মাখানো কড়াইতে বসিয়ে দিন। একেবারে নিভু আঁচে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন।

৩০ মিনিট পর ঢাকনা খুলে পাতার মোড়ক খুলে ভাত অথবা রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন মুরগির পাতুরি।

অন্য বিষয়গুলি:

Chicken Paturi Recipe Food
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE