জেল তো নয় যেন নরকবাস! কথিত আছে, ইহজীবনে পাপ করলে মৃত্যুর পর ঠাঁই হয় নরকে। আর সেখানে শাস্তির ধরন অনুযায়ী নাকি দুঃসহ যন্ত্রণা সইতে হয়। বাস্তবে যদি তাকানো যায়, তা হলে অপরাধের সাজা হিসাবে অনেককেই কারাবাস করতে হয়। কিন্তু, জেলে বন্দিদের উপর অমানবিক অত্যাচারের ঘটনা সচরাচর দেখা যায় না। তবে এই বিশ্বে এমন একটি কারাগার রয়েছে, যেখানে বন্দিদের দশা নরকবাসের মতোই।