পাঁকে পড়েছে পদ্ম! একদা দেশের শক্তির কেন্দ্রস্থল এখন পুরোপুরি শরিক নির্ভর। ঠেকনা ছাড়া চলা তো দূর, সরকারও গড়ারও উপায় নেই। বিজেপির এই দুরবস্থা নতুন রসদ জুগিয়েছে দেশের বিরোধী শক্তি ‘ইন্ডিয়া’কে। লোকসভা ভোটের ফলাফলের পর রণকৌশল ঠিক করতে বৈঠক করেছে তারা। কিন্তু ‘ইন্ডিয়া’র কি কেন্দ্রে সরকার গড়ার ক্ষমতা আছে? কী বলছে জোট সমীকরণ?
লোকসভা ভোটে বিজেপি এ বার দেশে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ৫৪৩টি আসনের মধ্যে ২৭২টি আসনে জিতলে সেটা হত। কিন্তু বিজেপি থমকে গিয়েছে ২৪০-এই। স্বাভাবিক ভাবেই কেন্দ্রে সরকার গড়ার জন্য এখন এনডিএর শরিক টিডিপির চন্দ্রবাবু নাইডু, জেডিইউয়ের নীতীশ কুমার এবং শিবসেনা (শিন্ডে)-র একনাথ শিন্ডেদের মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে পদ্মকে। কিন্তু শরিকদের পাশে পাওয়ার বিষয়টিও নির্ভর করছে কিছু নতুন এবং পুরনো অঙ্কের উপর।